সকলেই জানেন কৃষ্ণসার হরিণ হত্যার পর বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান। কিছু মাস আগে তাঁর বাড়ির সামনে প্রকাশ্যে গুলি চালানো হয়। পান আকছার হুমকি। অন্যদিকে সম্প্রতি খুন হয়েছেন বাবা সিদ্দিকি, তাঁর খুনের সঙ্গেও বিষ্ণোই গ্যাং জড়িয়ে বলে অনুমান। এরই মাঝে হুমকি পেলেন মুনাওয়ার ফারুকি। হিন্দুদের অপমান করায় এবার বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় স্ট্যান্ডআপ কমেডিয়ান।
আরও পড়ুন: বিদায়বেলায় দুর্গার সামনে দাঁড়িয়ে প্রার্থনা সৌরভের, অস্থির সময়ে 'মা'য়ের থেকে কী চাইলেন দাদা?
কী ঘটেছে?
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকির মৃত্যুর সঙ্গে যোগ আছে বিষ্ণোই গ্যাংয়ের, এমনই অনুমান করা হচ্ছে। সেই তদন্ত চলাকালীনই জানা গেল লরেন্স বিষ্ণোই নাকি হুমকি দিয়েছেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকিকে। এমন অভিযোগ ওঠার পরই বাড়ানো হয়েছে তাঁর নিরাপত্তা। এমনটাই জানানো হয়েছে পুলিশের তরফে। তবে কেন মুনাওয়ারকে হুমকি দেওয়া হয়েছে সেটা এখনও স্পষ্ট নয়। তদন্ত করছে পুলিশ। কিন্তু তাঁদের তরফে জানানো হয়েছে যে তাঁদের কাছে একটি খবর আসে যে মুনাওয়ার ফারুকির প্রাণ সংশয় হতে পারে, তখনই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।
আরও পড়ুন: কার্নিভাল নয়, ডাক্তারদের দ্রোহের উৎসবে সামিল চৈতি - দেবলীনারা, গাইলেন রবি - নজরুল গান
তবে এই বিষয়ে বলে রাখা ভালো, বিগত কয়েক বছর ধরেই মুনাওয়ার বিভিন্ন হিন্দু দলের থেকে নানা সময় হুমকি পেয়েছেন তাঁর শোয়ে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করার জন্য। যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছেন।
কিন্তু যখন গত শনিবারই বাবা সিদ্দিকিকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় এবং অভিযোগের তীর সেই বিষ্ণোই গ্যাংয়ের দিকে তখন এমন হুমকি মোটেই উড়িয়ে দিতে পারেনি মুম্বই পুলিশ। চলতি বছরের এপ্রিল মাসে সলমন খানের বাড়ি উদ্দেশ্য করে গুলি চালানো হয়। এরপর একাধিক ব্যক্তিকে সেই কেসে অ্যারেস্ট করা হয়।