সেই কবে অ্যানিমেটেড টিজার সামনে এসেছিল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর। প্রোমো এসেছেও মাসখানেক আগে। দর্শকরা যখন দিন গুনছিল ‘রামপ্রসাদ’-এর, তখন সামনে এল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর সম্প্রচারের সময়। তা কোন স্লটে দেখা যাবে এটি? কার জায়গাই বা নিল?
১৬ মার্চ থেকে সম্প্রচারিত হবে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। দেখানো হবে বিকেল সাড়ে ৬টার স্লটে। অর্থাৎ মুখোমুখি হবে খেলনা বাড়ি-র। আর জায়গা নেবে আলতা ফড়িং-এর। তবে জলসার এই সিদ্ধান্তে একেবারেই খুশি নয় দর্শক। এক তো তাঁরা চাইছিলেন আগে আসুক রামপ্রসাদ, সেটা হল না। সঙ্গে আবার দেওয়া হল টিআরপি-তে বেশ উপরে থাকা খেলনা বাড়ির মুখোমুখি। সেই হিসেবে নতুন এই ধারাবাহিক কতটা জায়গা নিতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে সকলের মনে।
প্রোমো অনুসারে, স্বদেশি আন্দোলনের সময়কার প্রেক্ষাপটে বোনা হয়েছে কিশোলবেলার এই প্রেমের গল্প। তরুণ মজুমদার পরিচালিত ছবি ‘শ্রীমান পৃথ্বীরাজ’ আজও সবার স্মৃতিতে উজ্জ্বল। কিন্তু প্রশ্ন হল ছোট পরদায় 'পরকীয়া', ‘কূটকচালি’র বাইরে হেঁটে কোনও ধারাবাহিকের পক্ষে জায়গা করে নেওয়া কি আদৌ সম্ভব। এর আগেও অন্যধারার গল্প এনে ধাক্কা খেতে হয়েছে লালকুঠির মতো ধারাবাহিককে।
অ্যাক্রোপলিসের প্রযোজনায় তৈরি হয়েছে এই সিরিয়াল। ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এ কমলার চরিত্রে থাকছেন অয়না চট্টোপাধ্যায়। সারদামনির চরিত্রে অভিনয় করে জনপ্রিয় হওয়া শিশু শিল্পীকেই এবার দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। এই খুদেই কাজ করেছেন করিশ্মা কাপুর অভিনীত ওয়েব সিরিজ 'ব্রাউন'-এ। মিমি চক্রবর্তীর বোনঝির চরিত্রে ‘মিনি’ সিনেমাতেও দেখা মিলেছিল অয়নার। কাজ করেছে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’তেও। অন্য দিকে সুকৃত সাহা অভিনয় করবেন মানিক ওরফে পৃথ্বীরাজের চরিত্রে। হইচই-এর ‘শ্রীকান্ত’ সিরিজে কাজ করেছেন সুকৃত। টিভিতে এটাই প্রথম কাজ।
এদিকে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে জলদি সামনে আনা হোক ‘রামপ্রসাদ’-এর। মুখ্য চরিত্রে সব্যসাচী চৌধুরীকে দেখতে আকুল দর্শক। খুব সম্ভবত মার্চেই শুরু হবে এই ধারাবাহিকের যাত্রাও। এখন দেখার সেই শুভদিন কবে আসে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)