কথায় বলে কারুর পৌষমাস আর কারুর সর্বনাশ! এবার হাড়ে হাড়ে বুঝতে পারছেন সুস্মিতা দে-র ভক্তরা। শনিবার বোমা ফাটাল স্টার জলসা কর্তৃপক্ষ। এদিন ঘোষণা হয়ে গেল ‘নবাব নন্দিনী’র টাইম স্লট, আর তাতেই কপাল পুড়ল ‘বৌমা একঘর’-এর। না, রাত ১০.৩০টা স্লট দেওয়া হয়নি রিজওয়ান-ইন্দ্রাণীর আসন্ন শো'কে। কিন্তু তা সত্ত্বেও এই ধারাবাহিকের সম্প্রচার সময় ঘোষিত হতেই চিন্তায় রাতের ঘুম উড়ল ‘বৌমা একঘর’-এর দর্শকদের।
আসলে আগামী ৮ই অগস্ট থেকে সোম থেকে রবি সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হবে ‘নবাব নন্দিনী’। এতদিন এই স্লটে দেখা যাচ্ছে ‘গোধূলি আলাপ’। নোলক-অরিন্দমের গল্প দর্শক মনে দাগ কাটলেও টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে পারেনি। প্রতিদ্বন্দ্বী চ্যানেল জি বাংলার 'পিলু তাই এই সিরিয়ালকে পাঠিয়ে দেওয়া হল রাত ১০.৩০টার স্লটে। তাহলে ‘বৌমা একঘর’-এর কী হবে? এই সিরিয়াল কি শেষ হয়ে যাবে তিন মাসের মধ্যেই? সেই নিয়ে এখনও কিছু জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।
শুরুতে ‘খুকুমণি’র জায়গা নিয়েছিল ‘বৌমা একঘর’। তবে মাস ঘুরতে না ঘুরতেই এই সিরিয়ালকে সরিয়ে দেওয়া হয় সন্ধ্যার স্লট থেকে। তাই এক্ষুনি শেষ না করলেও এত জলদি ফের জায়গা পরিবর্তন মোটেই আশার বাণী নয় এই সিরিয়ালের কাছে।
দর্শকরা রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছে 'খেলাঘর'-এর জায়গায় ‘গোধূলি আলাপ’কে আনা যেত, শান্টু-পূর্ণার গল্প কেন এখনও শেষ হচ্ছে না? তাও ভেবে পাচ্ছে না কেউ! অনেকের তো দাবি ‘মন ফাগুন’-এর স্লটও তো পাল্টানো যেত, প্রাইম টাইমে লক্ষ্মী কাকিমার কাছে হেরে ভূত হচ্ছে প্রতি সপ্তাহে।
নেটিজেনদের দাবি, ‘বৌমা একঘর এতোটাও খারাপ হয় না। টিআরপি রেটিং-ই সব নয়’। জি বাংলার ‘অপু’ স্টার জলসায় এসে এভাবে ভরাডুবির মুখে পড়বেন কে জানত? এখন প্রশ্ন হল সত্যি কি শেষ হচ্ছে ‘বৌমা একঘর’? হিন্দুস্তান টাইমস বাংলা যেমনটা আগেই জানিয়েছে অগস্টের প্রথম সপ্তাহে শেষ হবে ‘খেলাঘর’। তাই বলা যেতেই পারে ‘বৌমা একঘর’কে খুব সম্ভবত বিকালের স্লটে টেনে আনা হবে। তাই এখনই এই সিরিয়াল শেষ হচ্ছে এমন আশঙ্কার কারণ নেই।