বাংলা নিউজ > বায়োস্কোপ > Ismart Jodi: টলিউডের ‘ইস্মার্ট জোড়ি’ কে? স্টার জলসায় নতুন শো জিতের, হবে রিয়েলিটির রোম্যান্স

Ismart Jodi: টলিউডের ‘ইস্মার্ট জোড়ি’ কে? স্টার জলসায় নতুন শো জিতের, হবে রিয়েলিটির রোম্যান্স

বাংলায় ‘স্মার্ট জোড়ি’ নিয়ে আসছেন জিৎ

চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে নতুন প্রোমো। যা দেখে উত্তেজনায় টগবগিয়ে ফুটছেন দর্শকরা। 

ইতিমধ্যেই স্টার প্লাসের তরফে ‘ইস্মার্ট জোড়ি’ রিয়েলিটি শো-র ঘোষণা করা হয়েছিল। যে ১১জন প্রতিযোগীকে দেখা যাবে তাঁদের নাম ঘোষণাও সম্পূর্ণ। আর এবার ওই একই ফর্ম্যাটে শো দেখা যাবে বাংলাতেও। যাতে অংশগ্রহণ করবেন বাংলার তারকা জুটিরা। স্টার জলসায় দেখানো হবে এই নতুন রিয়েলিটি শো। 

চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে নতুন প্রোমো। যাতে জিৎকে বলতে শোনা গিয়েছে, ‘রোম্যান্সের অভিনয় তো অনেক দেখেছেন, এবার দেখুন সত্যিকারের রোম্যান্স। যেখানে দু'জন মানুষ সুখে- দুঃখে, একে অপরের সাথী। সেই মন পাগল করা ভালোবাসা... এই মঞ্চে। আর আমি জিৎ নিয়ে আসছি নতুন যুগের নতুন শো, রিয়্যালিটির রোম্যান্স!’

কারা কারা ভাগ নেবেন টলিউড থেকে? প্রোমোর কমেন্ট সেকশনে চোখ রাখলেই উঠে এল নামগুলি। আসছে নীল-তৃণা, গৌরব-দোবলীনা, যশরতদের নাম। এখন দেখার কোন তারকা জুটির রিয়েল লাইফ রোম্যান্স দেখার সুযোগ মিলবে দর্শকদের।

কবে থেকে সম্প্রচার হবে এই শো, বা কোন সময়েই বা দেখানো হবে তা নিয়ে অফিসিয়াল ঘোষণা হয়নি এখনও। তবে টলিপাড়ার গুঞ্জন শেষ হয়ে যাচ্ছে ‘সুপার সিঙ্গার’। আর সেই জায়গাতেই ঢোকানো হবে নতুন এই রিয়েলিটি শো। শনি-রবি রাত ৯.৩০-এ আসবেন জিৎ। জি বাংলার ‘দাদাগিরি’কে কড়া টক্কর দেওয়ার অপেক্ষা শুধু এখন!

প্রসঙ্গত, হিন্দি ‘স্মার্ট জোড়ি’-তে থাকছেন ভাগ্যশ্রী এবং তার স্বামী হিমালয় দাসানি, অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন, স্ত্রীর সাথে রাহুল মহাজন, অর্জুন বিজলানি আর নেহা স্বামী, মোনালিসা-বিক্রান্তরা। চলতি মাস থেকেই শুরু হয়ে যাবে এটি জাতীয় মঞ্চে। আশা করা যাচ্ছে, বাংলায় শুরু হবে মার্চ থেকে!

বন্ধ করুন