পুজো তো প্রায় চলেই এল। আর মাস দুয়েকও বাকি নেই। বাঙালির বারো মাসে তেরো পার্বণে, দুর্গা পুজো থাকে সবার উপরে। প্রায় সপ্তাহখানেক ধরে জমজমাট আনন্দ উৎসবে মজে বাঙালি। নতুন জমা পরা, পেট পুজো, ঠাকুর দেখা, সব মিলিয়ে একেবারে জমজমাট ব্যাপার।
তবে পুজোর আনন্দ কিন্তু শুরু হয় মহালয়া দিয়ে। সকালে ঘুম ভাঙে বীরেন্দ্রকৃষ্ণের গলার আওয়াজ দিয়ে। তারপর টিভিতে মহালয়া। স্টার জলসা, জি বাংলা, কালার্স বাংলায় আলাদা আলাদা করে এদিন মহিষাসুরমর্দিনী তৈরি করা হয়।
বুধবারই সামনে এল মহিষাসুরমর্দিনীর প্রোমো। এতদিন খবর ছিল দেবী দুর্গা হিসেবে দেখা যাবে কোয়েল মল্লিককে। তিনি শ্যুটিং সেট থেকে কিছু ছবিও শেয়ার করে নিয়েছিলেন আগে। তবে চ্যানেলের শেয়ার করা প্রোমো-তে দেখা গেল আরও ২ নায়িকাকে।
আরও পড়ুন: ৬১ বছরে এসে ‘সন্তানসুখ’! জ্যান্ত পুতুল কোলে নিয়ে আদর করছেন প্রসেনজিত, বলুন তো কে এই খুদে?
এবারে স্টার জলসার মহালয়ার নাম রাখা হয়েছে রনং দেহি। কোয়েল ছাড়াও দেবী দুর্গার নানা রূপে দেখা যাবে সন্দীপ্তা সেন ও মধুমিতা সরকারকে। দেখুন-
এক নেট-নাগরিক কমেন্টে লিখলেন, ‘ভালোই লাগলো, আসল প্রোগ্রামটাও যেনো ভালো হয়।আর মধুমিতার মেকআপটা ভালো হয়নি, চোখগুলি টানটান করলে ওকে বেশি ভালো লাগত... আর লিপস্টিকটা একটু লাল হলে ভালো হত।’ দ্বিতীয়জন লেখেন, ‘কোয়েল ছাড়া কি স্টার জলসা আর কাওকে পায় না! এর চেয়ে একই ক্যাসেট চালিয়ে দিলে পারে তো’! তৃতীয়জন লেখেন, ‘ওরে বাবা! বোঝাই যাচ্ছে এবার ফাইট সিকোয়েন্স থাকবে। ওদের ৩জনকে একসঙ্গে দেখে খুব উত্তেজিত লাগছে। পুজোর উত্তেজনা আরও বেড়ে গেল আমার।’
২০১৭ সাল থেকে ক্রমাগত স্টার জলসায় 'দেবী দুর্গা' হিসাবে কোয়েলকেই দেখা যাচ্ছে। মাঝে শুধু ২০২১ সালে কালার্সের মহালয়ার অনুষ্ঠানে 'দুর্গা' হন কোয়েল। এই বছর জি বাংলার মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠানের নাম ‘নবরূপে দেবী দুর্গা’। যেখানে শুভশ্রীকে দেখা যাবে দুর্গার সাজে। ২০২১, ২০২২ সালের পর ২০২৪-এ ফের একবার দেবী অবতারে রাজ চক্রবর্তীর স্ত্রী।
আরও পড়ুন: ‘রাজ ছিল বলেই, আমি-আবিরদা অন্তরঙ্গ হতে পেরেছি…’, বাবলির শ্যুট নিয়ে বললেন শুভশ্রী
এদিকে, খবর আসছে একটি খুনির সন্ধানে মিতিন মাসি ছবিটি মুক্তি পাবে পুজোতেই। কোয়েল আরও একবার আসবেন পুজোতে। যদিও এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি।