বাংলা নিউজ > বায়োস্কোপ > দুর্গা কোয়েল,শিবের ভূমিকায় দিব্যজ্যোতি! স্টার জলসার মহালয়া-র অনুষ্ঠানে আর কী কী চমক থাকছে?

দুর্গা কোয়েল,শিবের ভূমিকায় দিব্যজ্যোতি! স্টার জলসার মহালয়া-র অনুষ্ঠানে আর কী কী চমক থাকছে?

স্টার জলসার মহিষাসুরমর্দিনীতে দিব্যজ্যোতি দত্ত

ইতিমধ্যে টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল স্টার জলসা ‘মহিষাসুরমর্দিনী’-এর বেশ কিছু প্রোমো নিয়ে হাজির হয়েছে। তার মধ্যে রবিবার প্রকাশ্যে আসা প্রোমোয় রয়েছে নানা চমক। সেখানে শিব রূপে দেখা গিয়েছে দিব্যজ্যোতি দত্তকে। 

ঢাকে কাঠি পড়ে গিয়েছে। পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, আর পুজো মানেই সাদা কাশফুল, পেজা তুলোর মতো মেঘ, নীল আকাশ আর মহালয়ার ভোর। আর মহালয়ার ভোর মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদার্ত কন্ঠে ‘মহিষাসুরমর্দিনী’। এই ‘মহিষাসুরমর্দিনী’ না শোনা হলে বাঙালির শারদীয়া শুরুই হয় না। তবে বর্তমান সময় কিছুটা বদলেছে পাল্টেছে ছবি। কারণ বর্তমান যুগের নব তম সংযোজন হল টেলিভিশনের ‘মহিষাসুরমর্দিনী’। বিভিন্ন টিভি চ্যানেলে মহালয়ার ভোরে 'মহিষাসুরমর্দিনী' দেখানো হয়। সেখানেও থাকে নানা চমক। দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপ ছাড়াও আরও বেশ কয়েকটি রূপের গল্প তুলে ধরা হয়। আর এবারও তার ব্যাতিক্রম নয়।

ইতিমধ্যে টেলিভিশনের জনপ্রিয় চ্যানেল স্টার জলসা ‘মহিষাসুরমর্দিনী’-এর বেশ কিছু প্রোমো নিয়ে হাজির হয়েছে। তার মধ্যে রবিবার প্রকাশ্যে আসা প্রোমোয় রয়েছে নানা চমক। পঞ্জিকা মধ্যে এবার দেবীর আগমন হচ্ছে দোলাতে। তাই প্রোমোর একেবারে শুরুতে দেখা গিয়েছে, পার্বতী রূপে দেবী কার্তিক, গণেশ সহ স্বপরিবারে দোলায় চড়ে বাপের বাড়ি আসছেন।

আরও পড়ুন: অনুরাগের ছবিতে আবারও জুটি বাঁধতে চলেছেন কার্তিক-তৃপ্তি! আর কী কী চমক থাকছে? দেখে নিন

পার্বতী রূপে স্নিগ্ধ সাজে ধরা দিয়েছেন সন্দীপ্তা সেন। এছাড়াও নানা রূপের ছবি ফুটে উঠেছে প্রোমোতে। কখনও দেবীর শান্ত রূপে দেখা গিয়েছে সোনামনি সাহাকে। আবার কখনও ভয়ঙ্কর চামুন্ডার রূপে নজর কেড়েছেন স্বস্তিকা ঘোষ। তাছাড়াও দেবীর একেবারে শান্ত শীতল রূপে মন ভরিয়ে দিয়েছেন সুস্মিতা দে। এছাড়াও রণরঙ্গিনী মূর্তিতে ধরা দিয়েছেন মধুমিতা সরকার এবং হিয়া মুখোপাধ্যায়। গত বছরের মতো এবারও স্টার জলসায় মহিষাসুরমর্দিনী রূপে ধরা দিয়েছেন কোয়েল মল্লিক। তবে এবার শিব রূপে সবচেয়ে বেশি চমক দিয়েছেন দিব্যজ্যোতি দত্ত।

আরও পড়ুন: সোনমকে ২৩১ কোটির বাংলো উপহার শ্বশুরের! লন্ডনের এই আলিশান বাড়িতেই থাকবেন নায়িকা

অন্যদিকে, আর এক জনপ্রিয় চ্যানেল জি বাংলায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাছাড়াও জি বাংলার অন্যান্য ধারাবাহিকের অভিনেত্রীদেরও দেবীর এক একটি রূপে দেখতে পাবেন দর্শকেরা। এবার তাঁরা দেবীর নয়টি রূপ তুলে ধরবে তাঁদের মহিষাসুরমর্দিনীতে।

প্রসঙ্গত, ওটিটিতে প্রথমবারের জন্য আসছে মহিষাসুরমর্দিনী। হইচইতে এবার মহিষাসুরমর্দিনী আসছে। মুখ্য ভূমিকায় থাকবেন রাজনন্দিনী পাল। মহালয়ার দিন রেডিয়োর পাশাপাশি টিভিতেও নানা প্রভাতী অনুষ্ঠান চলে। দেখানো হয় দেবী দুর্গার নানা অজানা গল্প। এবার সেটা আসছে ওটিটি মাধ্যমেও। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন মুখোপাধ্যায়। জানা গিয়েছে, সৃষ্টি এবং বিবর্তনের মধ্য দিয়ে নারী শক্তিকে বর্তমান প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে এই সিরিজে। আগামী ২ অক্টোবর হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে মহিষাসুরমর্দিনী। দেবী দুর্গা হয়ে ধরা দেবেন রাজনন্দিনী পাল।

বায়োস্কোপ খবর

Latest News

আর্সালান-এর আগে-পরে শব্দ জুড়ে বিরিয়ানির দোকান চালানো যাবে না: কলকাতা হাইকোর্ট ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.