বাংলা নিউজ > বায়োস্কোপ > Godhuli Alap: নাক কাটা গেল রাজের! ব্যর্থ চ্যালেঞ্জ, টিআরপি তালিকায় ডাহা ফেল ‘গোধূলি আলাপ’

Godhuli Alap: নাক কাটা গেল রাজের! ব্যর্থ চ্যালেঞ্জ, টিআরপি তালিকায় ডাহা ফেল ‘গোধূলি আলাপ’

কাজে এল না রাজের দাবি

প্রথম সপ্তাহে সেরা পাঁচে থাকবে গোধূলি আলাপ, গর্ব করে বলেছিলেন রাজ। বাস্তবে সেরা ১০-এও ঠাঁই হল না!

টিআরপি তালিকায় প্রথম সপ্তাহে সেরা পাঁচে থাকবে ‘গোধূলি আলাপ’, এমনটাই চ্যালেঞ্জ জানিয়েছিলেন প্রযোজক রাজ চক্রবর্তী। তবে সেই চ্যালেঞ্জ মাঠে মারা গেল, কারণ সেরা পাঁচ তো দূর অস্ত, সেরা দশের তালিকাতেও ঠাঁই হয়নি স্টার জলসার সবচেয়ে নতুন সিরিয়ালের। গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে অসমবয়সী প্রেমের এই কাহিনি। দর্শকরা এই ভিন্ন স্বাদের গল্প সাদরে গ্রহণ করবে এমনটা আশা ছিল প্রযোজকের। কিন্তু বৃহস্পতিবারের টিআরপি তালিকা সামনে আসতেই চোখ গোলগোল সবার। 

প্রথম সপ্তাহে দারুণ শুরু করবে নোলক আর অরিন্দমের প্রেমের গল্প, আশা ছিল চ্যানেলেরও। কিন্তু শেষ সপ্তাহেও গুনে গুনে ‘গোধূলি আলাপ’কে গোল দিল ‘অপরাজিতা অপু’। চলতি সপ্তাহে ‘গোধূলি আলাপ’-এর টিআরপি রেটিং মাত্র ৩.৯, অন্যদিকে ৫.২ পয়েন্ট পেয়ে শেষ হল অপু-দীপুর গল্প। স্লট লিডার হয়েই জার্নি শেষ করলেন সুস্মিতা ও রোহন। 

সিরিয়াল শুরুর আগে প্রযোজক রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, ‘ভাল পারিবারিক গল্প, গান, নাটক, তারকার সমাবেশ, ভাল অভিনয় একটা ধারাবাহিকের স্তম্ভ হলে ফলাফল ভাল হতে বাধ্য’। কিন্তু প্রথম সপ্তাহে অন্তত প্রযোজকের দাবিকে মিথ্য প্রমাণ করল। এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেনের মতো অভিজ্ঞ তারকা, সঙ্গে আছে নতুন মুখ সোমু সরকার। সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ছিল নেটিজেনদের একটা বড় অংশ। ‘কাকা’র বসয়ী অরিন্দমের সঙ্গে নোলকের প্রেমকাহিনি নিয়ে অনেকেই ভ্রূ কুঁচকেছেন। পাশাপাশি সন্ধ্যা ৬টার স্লটও এই সিরিয়ালের জন্য কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এবার বাস্তবেই প্রশ্নের মুখে নির্মাতা ও চ্যানেলের সিদ্ধান্ত। তবে অভিনেতা কৌশিক সেন আগেই বলেছিলেন, এই সিরিয়ালের বিষয়বস্তুকে বুঝতে একটু সময় লাগবে দর্শকদের। আগামিদিনে টিআরপি তালিকায় ভালো ফল করবে ‘গোধূলি আলাপ’, আশা এমনটাই।

 

 

বন্ধ করুন