বাংলা নিউজ > বায়োস্কোপ > লীনা আনল ত্রিকোণ প্রেম, দেখুন কৌশিক-তৃণা-ইন্দ্রাশিসের মেগা ‘বালিঝড়’-এর প্রোমো

লীনা আনল ত্রিকোণ প্রেম, দেখুন কৌশিক-তৃণা-ইন্দ্রাশিসের মেগা ‘বালিঝড়’-এর প্রোমো

কৌশিক-তৃণা-ইন্দ্রাশিসের ধারাবাহিক বালিঝড়ের প্রোমো প্রকাশ করল স্টার জলসা। 

ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে খুব জলদিই আসছে কৌশিক রায়, তৃণা সাহা ও ইন্দ্রাশিস রায়ের ধারাবাহিক। এখন খবর এই ধারাবাহিকের নাম নাকি হতে চলেছে ‘বালিঝড়’। 

দিনকয়েক আগেই খবর এসেছিল টিভিতে ফিরছে ‘সৌগুন’ জুটি। মানে ‘খড়কুটো’ ধারাবাহিকের সৌজন্য অর্থাৎ কৌশিক রায় এবং গুনগুন ওরফে তৃণা সাহাকে একসঙ্গে দেখা যাবে টিভির পরদায়। তবে থাকবে তিনের তরকা। মুখ্য চরিত্রে রয়েছেন ‘ধুলোকণা’র লালন ওরফে ইন্দ্রাশিস রায়।

স্টার জলসায় আসতে চলা এই ধারাবাহিকের নাম হতে চলেছে ‘বালিঝড়’। প্রোমো সামনে এসে গিয়েছে ইতিমধ্যেই। যাতে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতার মেয়ে ঝোড়া (তৃণা)। বাবা সমুদ্র সেন নির্বাচন জেতার পর দলের দায়িত্ব তুলে দেয় মেয়ের হাতে। সঙ্গে ঝোড়ার বিয়ের কথা ঘোষণা করে দেয় দলেরই একনিষ্ঠ কর্মী (কৌশিক রায়)-এর সঙ্গে। আর সেই খবর শুনেই স্রোত (ইন্দ্রাশিস) সিদ্ধান্ত নেয় সে অনেক দূরে চলে যাবে। মানে তিনকোণা প্রেমের গল্প। বাঙালি সিরিয়াল-প্রেমীদের কাছে যা বরাবরই আকৃষ্ট করে। ধারাবাহিকের গল্প লীনা গঙ্গোপাধ্যায়ের।

তবে ধারাবাহিকের ‘বালিঝড়’ নামখানা নিয়ে আপাতত চলছে চূড়ান্ত ট্রোল। এক নেট-নাগরিক লিখেছেন, ‘আমরা যতই ধুলো নামটা নিয়ে ট্রোল করি, লীনা পিসির খুব পছন্দ ছিল। তাই তো নতুন ধারাবাহিকে রেখেছে বালি’। আরেকজন লিখলেন, ‘দেশের ‘মাটি’, ধুলোকণা, খড়কুটোর পর এবার বালিঝড়। এরপর কী কাদামাটি, ঘোলাজল আসবে নাকি!’

নতুন বছরের শুরুতেই হয়তো অন এয়ার হতে পারে এই ধারাবাহিক। খবর লীনার কাজ আসবে প্রাইম চাইমে। খুব সম্ভবত সরে যেতে হবে ‘গাঁটছড়া’-কে। শোলাঙ্কি-গৌরবের এই ধারাবাহিক একসময় টিআরপি তালিকায় রাজত্ব করলেও এখন আর পেরে উঠছে না জি বাংলার ‘জগদ্ধাত্রী’র সঙ্গে। চলতি সপ্তাহে ‘জগদ্ধাত্রী’ তো নয় প্লাস টিআরপি পেয়েছে। আর এই গাড়ি থামাতে এখন জলসার তুরুপের তাস হবে ইন্দ্রাশীস-তৃণা-কৌশিকই হয়তো।

 

বন্ধ করুন