বাংলা নিউজ > বায়োস্কোপ > লীনা আনল ত্রিকোণ প্রেম, দেখুন কৌশিক-তৃণা-ইন্দ্রাশিসের মেগা ‘বালিঝড়’-এর প্রোমো

লীনা আনল ত্রিকোণ প্রেম, দেখুন কৌশিক-তৃণা-ইন্দ্রাশিসের মেগা ‘বালিঝড়’-এর প্রোমো

কৌশিক-তৃণা-ইন্দ্রাশিসের ধারাবাহিক বালিঝড়ের প্রোমো প্রকাশ করল স্টার জলসা। 

ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে খুব জলদিই আসছে কৌশিক রায়, তৃণা সাহা ও ইন্দ্রাশিস রায়ের ধারাবাহিক। এখন খবর এই ধারাবাহিকের নাম নাকি হতে চলেছে ‘বালিঝড়’। 

দিনকয়েক আগেই খবর এসেছিল টিভিতে ফিরছে ‘সৌগুন’ জুটি। মানে ‘খড়কুটো’ ধারাবাহিকের সৌজন্য অর্থাৎ কৌশিক রায় এবং গুনগুন ওরফে তৃণা সাহাকে একসঙ্গে দেখা যাবে টিভির পরদায়। তবে থাকবে তিনের তরকা। মুখ্য চরিত্রে রয়েছেন ‘ধুলোকণা’র লালন ওরফে ইন্দ্রাশিস রায়।

স্টার জলসায় আসতে চলা এই ধারাবাহিকের নাম হতে চলেছে ‘বালিঝড়’। প্রোমো সামনে এসে গিয়েছে ইতিমধ্যেই। যাতে দেখা যাচ্ছে রাজনৈতিক নেতার মেয়ে ঝোড়া (তৃণা)। বাবা সমুদ্র সেন নির্বাচন জেতার পর দলের দায়িত্ব তুলে দেয় মেয়ের হাতে। সঙ্গে ঝোড়ার বিয়ের কথা ঘোষণা করে দেয় দলেরই একনিষ্ঠ কর্মী (কৌশিক রায়)-এর সঙ্গে। আর সেই খবর শুনেই স্রোত (ইন্দ্রাশিস) সিদ্ধান্ত নেয় সে অনেক দূরে চলে যাবে। মানে তিনকোণা প্রেমের গল্প। বাঙালি সিরিয়াল-প্রেমীদের কাছে যা বরাবরই আকৃষ্ট করে। ধারাবাহিকের গল্প লীনা গঙ্গোপাধ্যায়ের।

তবে ধারাবাহিকের ‘বালিঝড়’ নামখানা নিয়ে আপাতত চলছে চূড়ান্ত ট্রোল। এক নেট-নাগরিক লিখেছেন, ‘আমরা যতই ধুলো নামটা নিয়ে ট্রোল করি, লীনা পিসির খুব পছন্দ ছিল। তাই তো নতুন ধারাবাহিকে রেখেছে বালি’। আরেকজন লিখলেন, ‘দেশের ‘মাটি’, ধুলোকণা, খড়কুটোর পর এবার বালিঝড়। এরপর কী কাদামাটি, ঘোলাজল আসবে নাকি!’

নতুন বছরের শুরুতেই হয়তো অন এয়ার হতে পারে এই ধারাবাহিক। খবর লীনার কাজ আসবে প্রাইম চাইমে। খুব সম্ভবত সরে যেতে হবে ‘গাঁটছড়া’-কে। শোলাঙ্কি-গৌরবের এই ধারাবাহিক একসময় টিআরপি তালিকায় রাজত্ব করলেও এখন আর পেরে উঠছে না জি বাংলার ‘জগদ্ধাত্রী’র সঙ্গে। চলতি সপ্তাহে ‘জগদ্ধাত্রী’ তো নয় প্লাস টিআরপি পেয়েছে। আর এই গাড়ি থামাতে এখন জলসার তুরুপের তাস হবে ইন্দ্রাশীস-তৃণা-কৌশিকই হয়তো।

 

বায়োস্কোপ খবর

Latest News

'উৎসবে ফিরুন', মহালয়ার আগেই পুজো উদ্বোধন করবেন মমতা, প্রস্তুতি তুঙ্গে কে বলবে এক ছেলের মা! বিকিনিতে বোল্ড লুকে নুসরত,গভীর নাভিতে ফ্ল্যাট ভক্তরা বোলপুর পেল আরও ১ বন্দে ভারত! কখন দাঁড়াবে? থামবে রামপুরহাটেও, রইল পুরো টাইমটেবিল তৃণমূল কংগ্রেসের মুখপত্রের সম্পাদক হচ্ছেন মন্ত্রী শোভনদেব, রাত পোহালেই দায়িত্বে আমেরিকা সফরে যাবেন মোদী, যোগ দেবেন কোয়াড বৈঠকে, সফরসূচিটা জেনে নিন ‘একটা অত্যাচারী লোক, যে ব্রিটিশের অত্যাচারকেও হার মানিয়েছে’ ‘মুখ্যমন্ত্রী অনুতপ্ত নন তাঁর কথাতেই স্পষ্ট, শাস্তি কোথায়? এতো পুরস্কৃত করা হল’ Kharge writes to PM: রাহুল গান্ধীকে যা-তা বলা হচ্ছে, মোদীকে চিঠি দিলেন খাড়গে চিকিৎসকদের আন্দোলনের নামে টাকা চেয়ে প্রতারণার ফাঁদ! সতর্ক করলেন জুনিয়র ডাক্তাররা জল-যন্ত্রণা আরও বাড়ার আশঙ্কা! জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC, রইল তাক লাগানো দৃশ্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.