স্টার জলসার পর্দায় ফিরছেন তৃণা সাহা, জোড়িদার ইন্দ্রজিৎ বসু। এই খবর তো আগেই সামনে এসেছিল। অবশেষে প্রকাশ্যে এই জুটির আসন্ন মেগার প্রথম প্রোমো। যা দেখে চক্ষু ছানাবড়া দর্শকদের। বাংলা সিরিয়াল মানেই নারী-কেন্দ্রিক। তবে প্রচলিত সেই ট্রেন্ড ভেঙে এবার নায়ককে ঘিরে ব্লুজ প্রোডাকশনের এই মেগা সিরিয়াল। নাম ‘পরশুরাম আজকের নায়ক’। আরও পড়ুন-‘হঠাৎ শোনা গেল রূপরেখা অরিজিৎ সিং-এর প্রথম বউ’! ফিরছেন ফেম গুরুকুল জয়ী, সুখবর দিলেন সমিধ
কথায় বলে, বইয়ের মলাট দেখে তার গুণ বিচার করা যায় না। সিরিয়ালের প্রথম ঝলকেও ধরা পড়ল সেই গল্প। সিরিয়ালের নায়ক পরশুরাম পায়ে হাওয়াই চটি, লুঙ্গি পরে হাজির মাছ বাজারে। হাতে ছাতা আর ভর্তি সংসারের জিনিসপত্র। যাকে বলে একদম ছা-পোষা মধ্যবিত্ত বাঙালি। ইলিশ মাছ কিনতে কিনতেই ফোন আসে ছেলের। দিদির নামে তাঁর বিস্তর অভিযোগ। ওদিকে রান্নাঘর থেকে ছুটে এসে তৃণা জানায়, ‘বাবাকে বল তাড়াতাড়ি মাছটা আনতে, আর বাজার থেকে তেজপাতা নিয়ে আসতে….’।
ওদিকে ইংরাজি মিডিয়ামে পড়াশোনা করা মেয়ে তেজপাতা মানে জানে না! বাবাকে বুঝিয়ে দিতে হয়, তেজপাতা মানে বে-লিফ। এত্তকিছুর মাঝেই হঠাৎ পরশুরামের চোখ যায় রাস্তায়, সেখানেই বাইকবাহিনী দেখে তাদের পিছু ধাওয়া করে সে পৌঁছায় গোপন ডেরায়। এরপর লুঙ্গি গুটিয়ে, বন্দুক উঁচিয়ে শুরু অ্যাকশন! ড্রাগস লেনদেনের পর্দাফাঁস করে অফিসের বসকে পরশুরাম জানায়, ‘মিশন সাক্সেসফুল স্যার’। ওদিকে অন্য ফোনে গোলাগুলির শব্দ শুনে ভয়ে কাঁটা মেয়ে। সে মা-কে জানায়, ‘পাপার ফোনে ফায়ারিং হচ্ছে’। সঙ্গে সঙ্গে বউয়ের জেরা মুখে ইন্দ্রজিৎ। পরিস্থিতি সামাল দিতে সে জানায়, ‘আরে আমি তো ভিডিয়ো গেম খেলছিলাম’।
বোঝাই যাচ্ছে, এই মেগা সিরিয়ালে আন্ডারকভার এজেন্ট বা কোনও সিক্রেট এজেন্সির অফিসার হিসাবে দেখা মিলবে 'পরশুরাম' ইন্দ্রিজতের। আর স্বামীর এই পরিচয় জানেন না তৃণাও। পরিবারের কাছে সবটা গোপন রেখেই পরশুরামের দেশ বাঁচানোর মিশন।
সোশ্যাল মিডিয়ায় পজেটিভ সাড়া ফেলেছে সিরিয়ালের প্রথম ঝলক। একজন লেখেন, ‘ফাইনালি, হিরোর নামে সিরিয়াল, আবার হিরো ইন্দ্রজিৎ, সাথে তৃণা। কনসেপ্টও দারুণ লাগলো’। আরেকজন লেখেন, ‘বাংলা সিরিয়াল এর মধ্যে একমাত্র এই ছেলে টা কে ই আমার কেমন নায়ক নায়ক মনে হয় যার মধ্যে এক্সট্রা কোনো ন্যাকামো নেই। সেই প্রথম রাশি তে দেখে ছিলাম এরপর গোয়েন্দা গিন্নি।’
ইন্দ্রজিৎ-কে শেষ দেখা গিয়েছে সাথী ধারাবাহিকে। ওদিকে লাভ বিয়ে আজকালে বদলি নায়িকা হিসাবে শেষ ছোটপর্দায় দেখা মিলেছিল তৃণার। কবে থেকে বা কোন সময়ে সম্প্রচারিত হবে এই মেগা, তা এখনও জানায়নি চ্যানেল কর্তৃপক্ষ।