বাংলা নিউজ > বায়োস্কোপ > Panchami: গাড়ি চালাচ্ছে সাপ! ‘পঞ্চমী’র দৃশ্য দেখে হাসি থামল না নেটপাড়ার, দেখুন ভিডিয়ো

Panchami: গাড়ি চালাচ্ছে সাপ! ‘পঞ্চমী’র দৃশ্য দেখে হাসি থামল না নেটপাড়ার, দেখুন ভিডিয়ো

পঞ্চমীর দৃশ্য ভাইরাল 

Panchami Trolling: ‘সাপরটার ড্রাইভিং লাইসেন্স আছে তো?’ পঞ্চমীর অতিরঞ্জিত দৃশ্য দেখে ট্রোল-মিমের বন্যা নেটপাড়ায়। সাপরকে গাড়ি চালাতে দেখতে হবে এমনটা বোধহয় কেউই কল্পনা করেননি!

গাড়ি চালাচ্ছে সাপ! হ্যাঁ, নীল রঙা সাপ গাড়ির স্ট্রিয়ারিং জড়িয়ে রয়েছে। আর গাড়ি এগিয়ে চলছে নির্দ্বিধায়! এমনই দৃশ্য সম্প্রতি উঠে এসেছে স্টার জলসার ‘পঞ্চমী’ ধারাবাহিকে। বাংলার নাগকন্যার গল্পে ‘গাঁজাখুরি’ অনেক দৃশ্যই দর্শক দেখেছে। গল্পের গোরু যে গাছে ওঠে এমনটাও অজানা নয়, কিন্তু এইভাবে সাপ গাড়িও চালায় তা বোধহয় কেউ কল্পনাও করেনি!

‘পঞ্চমী’ সিরিয়ালের এই কেলেঙ্কারি কাণ্ড দেখে দর্শকদের চোখ তো ছানাবড়া। এই আজগুবি দৃশ্য ফেসবুকে ভাইরাল হতেই সিরিয়াল নিয়ে শুরু ট্রোলিং। সিরিয়ালের প্রেক্ষাপট বলছে পঞ্চমী তাঁর স্বামীর প্রাণরক্ষা করতে চায়, কিন্তু তান্ত্রিক যোগবলে কিঞ্জলকে পাথর করে দেয়। স্বামীর জন্য মহাদেবের সামনে প্রার্থনায় নীল পঞ্চমী, ওদিকে নীল রঙা সাপ গাড়ি চালিয়ে পাথররূপী কিঞ্জলকে নিয়ে পগারপার। ওই সাপ যে কালনাগিনী তা বুঝতে অসুবিধা হওয়ার নয়।

কিন্তু এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোরদার ট্রোলিং শুরু হয়েছে। একজন লেখেন, ‘সাপ ড্রাইভিং টেস্টে পাশ করল কীভাবে? ওর কি লাইসেন্স নেই?’ অপর এক নেটিজেন লেখেন- ‘সাপ গাড়ি চালাতে শিখে গেছে, আমি সাইকেল চালাতে শিখলাম না এখনো… বিদায় পিথিবি’। নির্মাতাদের উপর চটে গিয়ে একজন লেখেন, ‘সস্তার গাঁজা খেয়ে চিত্রনাট্য লিখলে যা হয় আর কী, তবে বাংলা সিরিয়ালে সবই সম্ভব’। 

এই প্রথম ট্রোলিং-এর মুখে পড়ল ‘পঞ্চমী’ এমন নয়। এর আগে সুস্মিতা (পঞ্চমী)-র অর্ধেক নারী আর অর্ধেক নাগিন অবতার দেখে ‘কমোডের টিকটিকি’ বলে কটাক্ষ করা হয়েছিল। যদিও সেই সময় সুস্মিতা সাফ জানিয়েছিলেন ‘পঞ্চমী’র মতো রূপকথা আশ্রিত সিরিয়ালের যুক্তি খোঁজাটা বেমানান। সিরিয়ালের VFX নিয়ে বহুবার ট্রোলড হয়েছেন নির্মাতারা। কিন্তু শুরু থেকেই টিআরপি তালিকায় পঞ্চমীর রিপোর্ট কার্ড বেশ ভালো। 

অতিরঞ্জিত ভাবনাই এখন সিরিয়ালের মূল উপকরণ হয়ে উঠেছে তা অস্বীকার করার জো নেই! শুধু অর্ধভৌতিক, পৌরাণিক কাহিনিই নয়, তথাকথিত বাস্তববাদী ধারাবাহিকও বারবার পড়ছে প্রশ্নের মুখে। তাতেই সিরিয়াল-বিদ্বেষীরা রে রে করে ওঠেন এমন কোনও গাঁজাখুরি দৃশ্য ভাইরাল হলে। আপতত নাগিনী ‘চিত্রা’র গাড়ি চালানোর দৃশ্য ঘিরে ট্রোল-মিমের বন্যা। 

 

বন্ধ করুন