দুই শালিকের প্রোমো এসেছে সবে দিন দুই হল। তারইমাঝে সামনে এল ‘রাঙামতি তীরন্দাজ’ নামে একটি নতুন সিরিয়ালের প্রথম ঝলক। পুজোর আগেই, চ্যানেলকে ঢেলে সাজাতে উঠে পড়ে লেগেছে স্টার জলসা। টিআরপি-তে এক চুল ফাঁক ছাড়তেও রাজি নয়।
‘রাঙামতি তীরন্দাজ’-এর প্রোমো ভিডিয়োতে দেখা যাচ্ছে, জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে রাঙামতি। পিছন পিছন কয়েকটা বাচ্চা। দেখা যায়, নিঁখুত টিপে গাছ থেকে কামরাঙা পাড়ে সে। আর যা দেখে হাততালি দেয় সেই এলাকারই এক বড়লোক বাড়ির মালকিন।
রাঙামতি গাছ থেকে পাড়া কামরাঙা গামছায় বেঁধে নিয়ে আসে সেই বাড়িতে। এদিকে, তাকে দেখতে পেয়েই বাড়ির মালকিন বলে, রাঙামতিকে তিনি আর্চারি শেখাবেন। শুধু তাই নয়, দেশের হয়ে খেলতেও পাঠাবে।
আরও পড়ুন: ‘কত মেয়ে দুঃখ পেল’! বউ-র সঙ্গে ফেসবুক ডিপি দিলেন কিঞ্জল; লিখলেন, ‘যে আমাকে সব কিছুতে আগলে রাখে…’
যাতে রাঙামতি জবাব দেয়, ‘পেটে ভাত নেই, মেডেল কোথা থেকে আসবে দিদিমণি’! সেই সময়ই ঝকঝকে দামি গাড়ি করে আসে গল্পের নায়ক। যে বাড়ির মালকিনের ছেলে। হাতে তাঁর আর্চারি খেলার জন্য প্রয়োজনীয় তীর-ধনুক। এখন দেখার, সেই স্বপ্ন পূরণ করতে কি আদৌ পারবে রাঙামতি?
আরও পড়ুন: মলিউডের ‘হেমা কমিশন’-এর আদলে টলিউডে 'আত্মশ্রী', মাথায় কাকে বসাতে পারেন মমতা?
সিরিয়ালে গ্রে শেডে দেখানো হয়েছে টলিপাড়ার পরিচিত অভিনেত্রী জয়িতা গোস্বামীকে। এই গল্পে নায়কের মেজো বৌদির চরিত্রে সে। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দ্রানীভকে। আর নায়িকার হবু শাশুড়িমা হলেন চান্দ্রেয়ী ঘোষ।
রাঙমতি-র প্রযোজনা করছে টেন্ট সিনেমা। আর নায়িকা চরিত্রে নতুন মুখ মনীষা মন্ডলকে। এর আগে টুকটাক মডেলিং করলেও, অভিনয় জগতে হাতেখড়ি হচ্ছে এই সিরিয়াল দিয়েই। খুব তাড়াতাড়ি জলসার পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিক। তবে এখনও সামনে আনা হয়নি স্লট।
আরও পড়ুন: এড শিরানকে ঝুঁকে পড়ে করেন নমস্কার! সেই অরিজিৎই বিরক্ত হল, যখনই শ্রোতা মঞ্চে রাখল…
জলসার তরফে প্রোমো শেয়ার করে লেখা হয়, ‘অদম্য তার প্রতিভা,অব্যর্থ তার নিশানা - আসছে “রাঙামতি তীরন্দাজ" শুধুমাত্র স্টার জলসায়।’
তবে এখন দেখার কোন কোন মেগা শেষ করার সিদ্ধান্ত নেয় স্টার জলসা। কারণ এখনও দুই শালিকের সম্প্রচারের সময়ও ঘোষণা করেনি চ্যানেল। তবে খবর, প্রাইম স্লট পাবে দুই শালিক। রাতের দিকে দেওয়া হতে পারে রাঙামতি তীরন্দাজ।