বাংলা নিউজ > বায়োস্কোপ > Amitabh Bachchan's Birthday Party: অমিতাভের জন্মদিনের পার্টির অন্দরে, মেয়ের সঙ্গে টুইনিং বিগ বি-র,জমজমাট সেলিব্রেশন

Amitabh Bachchan's Birthday Party: অমিতাভের জন্মদিনের পার্টির অন্দরে, মেয়ের সঙ্গে টুইনিং বিগ বি-র,জমজমাট সেলিব্রেশন

জন্মদিনে ছেলে-মেয়ের সঙ্গে বিগ বি

Amitabh Bachchan's Birthday Party: ‘টুইনিং অ্যান্ড উইনিং…’, বাবার ৮০তম জন্মদিনের পার্টির অন্দরের ছবি ফাঁস করলেন বচ্চন কন্যা শ্বেতা। শুভেচ্ছার বন্যায় ভাসছেন অমিতাভ। 

মঙ্গলবার ছিল বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের জন্মদিন। সেলিব্রেশন শুরু হয়েছিল মধ্যরাত থেকেই। সবশেষে ‘জলসা’য় অন্দরে বসেছিল ঘরোয়া পার্টি। সেখানে উপস্থিত একমাত্র পরিবারের সদস্যরা। ছেলে-মেয়ে-নাতি-নাতনিদের নিয়েই ৮০তম জন্মদিনের উদযাপন সারলেন বিগ বি।

অমিতাভের জন্মদিনের পার্টির অন্দরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। এই বিশেষ দিনে বাবার সঙ্গে একইরকম পোশাকে ধরা দিলেন শ্বেতা। ৮০-তে পা রাখা 'তরুণ তুর্কি'-কে আগলে পোজ দিতে দেখা গেল শ্বেতা ও অভিষেককে। এই বিশেষ দিনের জন্য বচ্চন পরিবার সেজেছিল সাবেকি পোশাকে। মাল্টিকালার কুর্তা এবং পাজামায় ধরা দিলেন অমিতাভ, শ্বেতার সাজলেন মাল্টিকালার কাফতানে। আর ফ্লোয়ার প্রিন্টেট হলুদ কুর্তায় পোজ দিলেন জুনিয়র বি। ছবির ক্যাপশনে শ্বেতা লেখেন, ‘টুইনিং অ্যান্ড উইনিং…. অসাধারণ একটা দিনের আদর্শ পরিসমাপ্তি’। বোঝাই যাচ্ছে সপরিবারে এই দিনটা দারুণভাবে উদযাপন করেছেন অমিতাভ।

শ্বেতার এই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য়ের বন্যা। জোয়া আখতার,নেহা ধুপিয়া, চাঙ্কি পান্ডেরা এই খাস মুহূর্ত দেখে অভিভূত। সকলেই বিগ বি-কে জন্মদিনের শুভেচ্ছা জানায়িছেন। ফ্যানেদের অনেকেই অবশ্য ঐশ্বর্য-আরাধ্যাকেও এই ছবিতে দেখতে চেয়েছে।

ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শ্বেতা। মেয়েবেলার সাদা-কালো ছবি থেকে রঙিন স্মৃতিতে উজ্জ্বল বাবা-মেয়ের ভালোবাসা।

Watch: জলসার বাইরে জনজোয়ার, ফ্যানেদের সঙ্গে দেখা করলেন বার্থ ডে বয় অমিতাভ

জন্মদিনে অনুরাগীদের নিরাশ করেননি বিগ বি। দু-বার জলসার গেট খুলে বাইরে এসেছেন তিনি। শুভেচ্ছা বিনিময় সেরেছেন পরিচিত ভঙ্গিতে। মঙ্গলবার কৌন বনেগা ক্রোড়পতির বিশেষ এপিসোডে হাজির হয়েছিলেন অমিতাভ-জায়া জয়া বচ্চন ও পুত্র অভিষেক বচ্চন। অমিতাভের জীবনের অনেক অজানা কথা এদিন উঠে এসেছে টিভির পর্দায়। হৃদয় নিংড়ানো সেই সব কাহিনি শুনে অভিভূত অমিতাভ-অনুরাগীরা।

এই এপিসোড নিয়ে টুইটারে অভিষেক লেখেন, ‘অনেক লুকোছাপা, অনেক পরিকল্পনা, অনেক কঠোর পরিশ্রম আর মহড়া করতে হয়েছে- সবকিছু ঠিকঠাক রাখতে। কিন্তু… আমার মনে হয় এটা উনি ডিজার্ব করেন। খুব আবেগঘন একটা মুহূর্ত, ড্যাডকে এইভাবে সারপ্রাইজ দিতে পারা ওঁনার ৮০তম জন্মদিনে। সবচেয়ে খাস ব্যাপার হল, সেই জায়গায় সেলিব্রেট করা যাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসেন, ওঁনার কর্মক্ষেত্র’।

 

বন্ধ করুন