বেশিরভাগ ক্ষেত্রেই পার্শ্ব চরিত্রে অভিনয় করে তিনি অভ্যস্ত, তবে নিজের জন্য চিরকালই এমন চরিত্র তিনি বেছে নিয়েছেন যা তাঁকে স্মরণীয় করে রাখে। ‘মুন্না ভাই এমবিবিএস’ সিনেমার সার্কিট হোক অথবা ‘জলি এলএলবি ৩’ সিনেমার অসাধারণ উকিল, সব ক্ষেত্রেই নিজেকে অন্যভাবে মেলে ধরেছেন আরশাদ ওয়ারসি। তবে শুধু কাজের ক্ষেত্রে নয়, নিজের বাড়ির ক্ষেত্রেও এই ব্যতিক্রমী মনোভাব পোষণ করেন তিনি।
সম্পত্তি এশিয়ান পেইন্টস-এর তরফ থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে অভিনেতার বাড়ির বেশ কিছু ছোট ছোট ক্লিপিং ভিডিয়োর আকারে তুলে ধরা হয়েছে। ভিডিয়োটি দেখলে আপনি মুগ্ধ হতে বাধ্য। এতদিন যাবত অভিনেতা-অভিনেত্রীদের বাড়ির অন্দরমহল যেমন দেখে আপনি অভ্যস্ত তার থেকে একেবারে অন্যরকম অভিনেতার বাড়ির অন্দরমহল।
আরও পড়ুন: গায়ে হলুদে বরকে জাপটে চুমু আলিয়ার, অনুরাগ-কন্যার ককটেল পার্টির ঝলক পোস্ট খুশির
প্রথমেই আপনি দেখতে পাবেন একটি সুন্দর ধারণা মাথায় রেখে বাড়িটি তৈরি করা হয়েছে। বাড়ির মধ্যে সমস্ত আসবাবপত্র রয়েছে কিন্তু সেগুলিকে সাজানো হয়েছে অনন্যভাবে। বাড়ির ভেতরে পুরনো আসবাবপত্রকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যাতে আপনি এই বাড়িটিকে কোনও পর্তুগিজ নাবিকের বাড়ি বলে ভুল করতে পারেন।
কোথাও দেখতে পাবেন, বাড়ির দেওয়ালে ছোট ছোট স্কেচ কাঠের ফ্রেমে বাঁধিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। কোথাও আবার দেখতে পাবেন বাড়ির দেওয়ালে একটি অর্ধেক মাছ, বাকি মাছ দেখতে হলে আপনাকে বাড়ির বাইরে যেতে হবে। কি অদ্ভুত এবং অসামান্য চিন্তা! বাড়ির মধ্যে রয়েছে একটি নীল ঘর, যার প্রত্যেকটি আসবাবপত্রে রয়েছে নীলের ছোঁয়া।
বাড়ির একটি কোণ এমনভাবে সাজানো হয়েছে যেখানে পর্যাপ্তভাবে সূর্যের আলো প্রবেশ করতে পারে। এই স্থানটিকে ‘সানশাইন ওয়াক’ নামে অভিহিত করেছেন অভিনেতা। বাড়ির অন্দরমহলের বেশিরভাগ আসবাবপত্রের ডিজাইনে অপূর্ণতা দেখতে পাবেন আপনি। অভিনেতার স্ত্রী মারিয়ার মতে, সবকিছু পারফেক্ট হলে মানুষের নজর কাড়ে না, অপূর্ণতাই বেশি নজর কাড়ে সকলের।
আরও পড়ুন: বাবাকে নিয়ে মজা! রাগ করে রিয়েলিটি শোয়ের মঞ্চ ছেড়ে বেরিয়ে গেলেন অভিষেক, তারপর...
তবে শুধু অন্দরমহল নয়, বাগানটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। সুইমিং পুল, সঙ্গে রকমারি বাহারের গাছ, যেখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে আপনার বিন্দুমাত্র বিরক্তি লাগবে না। আরশাদের বাড়ির অন্দরমহল দেখলে সত্যিই মনে হবে যে অর্থকে শুধু বৈভব হিসাবে নয়, যদি খুব সাধারণ হিসেবে ব্যবহার করা যায়, তাহলে সেটির ফলাফল অসাধারণ হয়।