বাংলা নিউজ > বায়োস্কোপ > মোগাম্বো চেয়ার, আগত সন্তানের জন্য নতুন করে ঘর সাজিয়ে তুললেন ভারতী-হর্ষ, দেখুন

মোগাম্বো চেয়ার, আগত সন্তানের জন্য নতুন করে ঘর সাজিয়ে তুললেন ভারতী-হর্ষ, দেখুন

ভারতী-হর্ষ

আগত সন্তানের জন্য প্রচুর উপহার কিনেছেন ভারতী।

বাড়িতে অতিথি আসছে। তার আগেই ঘরবাড়ি নতুন করে সাজিয়ে গুছিয়ে তুললেন কমেডিয়ান ভারতী সিং এবং হর্ষ লিম্বোচিয়া। আর মাস খানের পরেই অন্তঃসত্ত্বা ভারতীর কোল আলো করে আসবে সন্তান। নতুন অতিথি আসার অপেক্ষায় দিন গুনছেন লিম্বোচিয়া দম্পতি।

বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা ভারতী। একরত্তি সদস্য আসার আগেই তাঁর জন্য আলাদা করে নতুন আলমারি অর্ডার করেছেন। তাঁর জিনিসপত্র সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। পাশাপাশি আসন্ন একরত্তিকে পড়াশোনা শেখানোর জন্য প্রযোজক করণ জোহরের থেকে ইংরেজি বলা শিখছেন কমেডি কুইন নিজে। ইউটিউব ভ্লগের নতুন ভিডিয়োতে তিনি দেখিয়েছেন, বাড়ির একটি ঘর নতুন করে কীভাবে সাজিয়ে তুলেছেন ভারতী। গোলাপি এবং নীল রঙে রাঙিয়ে তুলেছেন সেই ঘরের নতুন আলমারিগুলো। দেখুন-

এরপরই ঘরের নতুন আলমারির ঝলক ভিডিয়োতে তুলে ধরেছেন ভারতী। পাশাপাশি ঘর পরিস্কারেরও কাজ চলছে। নতুন পর্দা লাগানো হয়েছে ঘরে। রাখা হয়েছে মোগাম্বো চেয়ার। একরত্তির নতুন ঘর দেখে খুঁত খুঁত করতে শুরু করেন হর্ষ। সেই ঘরে বসে নিজের স্ক্রিপ্ট লিখতেন তিনি। এখন নতুন সদস্য আসতে তাঁর ঘর দখল হবে বলে একটু মন মেজাজ খারাপ তাঁর। যদিও ভিডিয়োতে পুরোটাই মজার ছলে করেছেন ভারতী এবং হর্ষ। তারকা জুটি অপেক্ষায় রয়েছেন তাঁদের আগত সন্তানের।

 

 

বন্ধ করুন