1/9ছোটদের সঙ্গে দেবের রসায়ন কতটা গাঢ় তা তো ‘ডান্স ডান্স জুনিয়র’-এর সেটেই ধরা পড়ে। অনুষ্ঠানের দুই খুদে সঞ্চালক লাড্ডু আর উদিতার সঙ্গে দারুণ ভাব দেব-রুক্মিণীর। দেবের নতুন ফ্ল্যাটে সময় কাটালো দুই খুদে। আর সেই ছবি শেয়ার করলেন স্বয়ং দেব। (Facebook)
2/9কলকাতায় নায়ক হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর সাউথ সিটি কমপ্লেক্সে নিজের স্বপ্নের ফ্ল্যাট কিনেছিলেন দেব। সম্প্রতি বাইপাস লাগোয়া আরবানা কমপ্লেক্সে নতুন একটি ফ্ল্যাট কিনেছেন এই টলি সুপারস্টার। সেই বাড়িতেই হাজির হয়েছিল লাড্ডু আর উদিতা। (Facebook)
3/9দেবের নতুন ফ্ল্যাটের অন্যতম আকর্ষণ এই দোলনা। ড্রয়িং রুমের মাঝ বরাবর নীলচে রঙা এই দোলনা ছোট থেকে বড় সবার মন কাড়বে। পিছনে সাজানো রয়েছে দেবের পাওয়া নানান পুরস্কার। পাশে সুবিশাল জানালা। অফ হোয়াইট ফ্লোর আর সাদা রঙা দেওয়াল আলাদাই আভিজাত্য যোগ করেছে এই ফ্ল্যাটের অন্দরমহলে। (Facebook)
4/9দেবের বহুতলের মধ্যেই রয়েছে আস্ত একটা সুইমিং পুল। সেই পুলের জলে গা ভিজিয়ে নিতে ব্যস্ত রুক্মিণী আর উদিতা। দেবের মায়ের সঙ্গে হাসি মুখে ছবি তুলছে লাড্ডু। (Facebook)
5/9সময় পেলেই এই পুলের জলে গা ভিজিয়ে দেন দেবও। বাবা-মা'র সঙ্গে লেন্সবন্দি দেব। সঙ্গে রয়েছে তাঁর প্রিয় পোষ্যও। (Facebook)
6/9দেবের স্নানঘরের মার্বেলের কাজ চোখ ধাঁধানো, আর এর হাইলাইট এই বিরাট জাকুজি। যেখানে শুয়ে একটু জিইয়ে নিচ্ছে বাচ্চা পার্টি। (Facebook)
7/9দেবের সাজানো ড্রয়িং রুম। মাস কয়েক আগেই দেবের বাড়িতে অতিথি হিসাবে হাজির ছিলেন তাঁর মিঠুন চক্রবর্তী। সেই সময় এই ছবি শেয়ার করেন নায়ক। (Facebook)
8/9দেবের বাড়িতে রয়েছে একটি থিয়েটার রুমও। সেখানেই দেব-দার গানের তালে জমিয়ে নাচল দুই খুদে। (Facebook)
9/9কাছের মানুষদের সঙ্গে দেবের জমজমাট সন্ধ্যা। এই ছবি শেয়ার করে অভিনেতা লেখেন-'এমনি, কিন্তু এই এমনিটা ছিল স্পেশ্যাল'। (Facebook)