ভারতের অন্যতম ধনী ব্যবসায়ী গৌতম আদানির ছোট ছেলে জিত আদানি এবং ডিভা জেমিনাইন শাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন গত ৭ ফেব্রুয়ারি। ডিভা হীরে ব্যবসায়ী জাইমিন শাহের মেয়ে। গত বছরের ১৪ মার্চ জিত এবং ডিভার বাগদান পর্ব সম্পন্ন হয়। ৭ ফেব্রুয়ারি দুপুর দুটো থেকে শুরু হয় বিবাহ পর্ব।
জিত এবং ডিভার বিয়েতে জৈন এবং গুজরাটি পরম্পরা মানা হয়। ঐতিহ্য এবং পরম্পরাকে গুরুত্ব দিয়েই সম্পন্ন হয় বিয়ে। জমকালো ভাবে বিয়ে হলেও নামিদামি তারকা বা ব্যবসায়ীদের দেখা যায়নি এই বিয়েতে উপস্থিত থাকতে। নামমাত্র অতিথি এবং পরিবারের সদস্যদের নিয়ে বিবাহ সম্পন্ন হয় আদানি পরিবারের ছোট পুত্রের।
আরও পড়ুন: NFL সুপার বোলের হাফটাইমে চমক সেরেনা উইলিয়ামসের! কেন্ড্রিক লামারের সঙ্গে ঘটালেন কী কাণ্ড?
আরও পড়ুন: এত লম্বা! আমিরের ছেলে না অমিতাভের! ফারহার রাঁধুনির কথায় হাসলেন জুনায়েদ, অপ্রস্তুত কোরিওগ্রাফার
আদানি পরিবারের এই বিবাহ বাসরের ডিজাইন করেছিলেন জাঙ্কি দেশাইয়ের ওয়েডিং ডিজাইন কোম্পানি ALTAIR। বিয়ের ভেন্যুর কিছু ছবি পোস্ট করে তারা লেখেন, এই বিয়ের ভেন্যুর অন্যতম আকর্ষণ ছিল সরলতা। দুই পরিবারের মিলিত সহযোগিতার স্বরূপ এই ভেন্যু।
কোম্পানির তরফ থেকে যে ছবিগুলি পোস্ট করা হয় সেখানে দেখা যায় বিবাহ বাসরের বেশ কিছু ছবি। প্রথম ছবিতে দেখা যায় জলের উপর ভাসমান অবস্থায় সাজানো হয়েছে গোটা ভেন্যুকে। হালকা কমলা রঙের এই সাজ যেন এক কথায় ছিল স্বর্গীয়।
দ্বিতীয় ছবিতে দেখা যায় একগুচ্ছ ফুল, দেশ বিদেশের বিভিন্ন ফুলের সাজে সাজিয়ে তোলা হয়েছিল বিবাহবাসর। হাজার হাজার মোমবাতির আলোয় তৈরি হয়েছিল ঐশ্বরিক মুহূর্ত। এক কথায়, ছবিটির দিকে যেন একদৃষ্টে তাকিয়ে থাকতে ইচ্ছা করবে।
আরও পড়ুন: বাদ বনশ্রী, ফাইনালে জায়গা হয়নি অঙ্কনা-দিবাকরেরও! ১০জন ফাইনালিস্ট কারা? জিতল কে?
আরও পড়ুন: ‘তোমার সঙ্গে চিরকাল..’, বিবাহবার্ষিকীতে নম্রতার উদ্দেশ্যে আদুরে পোস্ট মহেশ বাবুর
বিয়ের স্থানে দুটি রাজকীয় আসন পাতা হয়েছিল, সামনে রাখা হয়েছিল সোফা এবং চেয়ার, যেখানে উপস্থিত অতিথিরা বসেছিলেন। এত সুন্দর কারুকার্য যে দুজনের দ্বারা সম্ভব হয়েছিল, তাদের ছবিও পোস্ট করা হয়েছে এই ছবিগুলির মধ্যে। তবে তাঁদের মুখ দেখা যায়নি, দেখা গেছে শুধু খোঁপায় বাঁধা ফুল।