বাংলা নিউজ > বায়োস্কোপ > Kareena Kapoor Khan: সোফায় বসে দুলে দুলে নাচ, করিনাকে ছাপিয়ে নজর কাড়ল নায়িকার রাজকীয় ড্রয়িং রুম

Kareena Kapoor Khan: সোফায় বসে দুলে দুলে নাচ, করিনাকে ছাপিয়ে নজর কাড়ল নায়িকার রাজকীয় ড্রয়িং রুম

করিনার নতুন ভিডিয়ো

Kareena Kapoor Khan:সইফিনার বাড়ির রাজকীয় বসার ঘর দেখলে চোখ জুড়িয়ে যাবে। দেখুন ভিডিয়ো-

সোশ্যাল মিডিয়ায় সময়ে সময়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আপটেড দিয়ে থাকেন করিনা। এবার নিজের অনুরাগীদের সোজা নিজের বাড়ির অন্দরে নিয়ে গেলেন বেবো। শুক্রবার ইনস্টাগ্রামে করিনার দেখা মিলল তাঁর ড্রয়িং রুমে। সবুজ রঙা ভেলভেট কাউচের উপর বসে রয়েছেন অভিনেত্রী। থুড়ি বসে নয়, ডান্স করছেন অভিনেত্রী। আর নাচের তালে তালেই আগামীর পরিকল্পনার কথা ধরা পড়ল করিনার মুখে।

একটি ফুটওয়্যার ব্রান্ডের হয়ে প্রচার সারছিলেন করিনা। নায়িকারকে ছাপিয়ে এই ভিডিয়োর মধ্যমণি হয়ে উঠল করিনার বাড়ির রাজকীয় ড্রয়িং রুম। একাধিক বাঁধানো ছবি এই ঘরের জৌলুস আরও বাড়িয়ে দিয়েছে।

সোফায় বসে দুলে দুলে নাচতে দেখা গেল করিনাকে। ক্যামেরা তাক করে খিলখিলিয়ে হেসে উঠেন অভিনেত্রী। করিনার পরনে বেগুনি রঙা চেক শার্ট এবং ব্লু ডেনিম। নায়িকার ঠিক পিছনেই রয়েছে একটি সুবিশাল পেন্টিং। করিনার পিছনে রাখা রয়েছে একটি মোমবাতিদান। আরও একটি সুগন্ধি ক্যান্ডেল রাখা রয়েছে তার পাশে। করিনার যেখানে বসে রয়েছেন তার নীচে পাতা পারসিয়ান কার্পেট। চোখ জুড়িয়ে যাবে করিনার এই সাজানো ড্রয়িং রুম দেখলে।

বিয়ের সিজনে কেমন ধরণের জুতো আপনি পরবেন সেই নিয়ে টিপস দিলেন বেবো। গত বছর বাড়ি বদল করেছেন করিনা। স্বামী এবং দুই ছেলেকে নিয়ে এই নতুন বাড়িতে এসেছেন করিনা। ইউরোপিয়ান শৈলিতে তৈরি করা সইফিনার এই বাড়ি। সুইমিং পুল থেকে লাইব্রেরি- সবই রয়েছে এই বাড়িতে। রাখি হোক বা দিওয়ালি- প্রিয়জনদের নিয়ে এখানেই সেলিব্রেশনে মেতে উঠেন বেবো।

করিনাকে শেষ দেখা গিয়েছে লাল সিং চড্ডায়। এই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। আগামিতে সুজয় ঘোষের ‘দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স’-এর দেশিয় ভার্সনে দেখা যাবে করিনাকে। অভিনেত্রী ওই প্রোজেক্টের মাধ্যমেই ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করবেন, যেখানে তাঁর সঙ্গী হচ্ছেন বিজয় বর্মা এবং জয়দীপ এহলাওয়াত। 

 

বন্ধ করুন