রণবীর-আলিয়ার নয়ণের মণি রাহা দু-বছর পূর্ণ করল বুধবার। মেয়ের জন্মদিনে আয়োজনের খামতি রাখেননি তারকা যুগল। মাসি পূজা ভাট খুদের জন্মদিনের অন্দরের ঝলক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা গেল মেয়ের জন্য সাফারি-থিম পার্টির বন্দোবস্ত করেছিলেন রালিয়া। আরও পড়ুন-মেয়েকে বুকে নিয়ে…, ২ বছরের জন্মদিনে প্রথমবার সদ্যোজাত রাহা-র মুখ দেখালেন আলিয়া
রাহা কাপুরের বার্থ ডে পার্টি
পূজা ভাট বুধবার সন্ধ্যায় তার ইনস্টাগ্রাম স্টোরিতে রাহার দ্বিতীয় জন্মদিন উদযাপনের একাধিক ঝলক শেয়ার করেছেন। প্রথম ছবিটি ছিল রাহার কাস্টমাইজড বার্থডে কেকের ছবি – দু-তলা সবুজ রঙের কেকটিতে সিংহ, ভাল্লুক, জেব্রা এবং খরগোশের মতো বন্য প্রাণীর ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিরূপ ছিল, যার চারপাশে পাতা ছিল যা ইঙ্গিত দেয় যে তারা প্রকৃতির কোলে হাসিখুশি রয়েছে। কেকের গায়ে 'রাহা ২' এবং 'হ্যাপি বার্থডে' লেখা মেসেজও দেখা যায়।
দ্বিতীয় ছবিটি ছিল জন্মদিনের সাজসজ্জার। চারপাশ বেলুন দিয়ে সাজানো। সঙ্গে গাছ-গাছালির প্রতিরূপ। দাঁড়িয়ে রয়েছে পান্ডার বিশাল কাটআউট এবং একটি সুন্দর বানরের কাটআউট দেওয়ালে আটকানো, রাহার নামও খোদাই করা দেওয়ালে। তৃতীয়টি ছিল একটি বাচ্চা জিরাফের কাটআউট যার গলায় 'ট্যাটু' লেখা প্ল্যাকার্ড ছিল। পূজা ছবিতে তার হাতের বিশাল ট্যাটুর এক ঝলকও আমাদের দিয়েছেন। পরের ছবিতে নাতনির জন্মদিনে খোশমেজাজে পাওয়া গেল মহেশ ভাটক। জনপ্রিয় কার্টুন চরিত্র মিকি মাউস এবং মিনি মাউসের সঙ্গে পোজ দিলেন পরিচালক।
শুধু দাদু নয়, দিদিমা-ঠাকুমারাও রাহার জন্মদিনে হাজির ছিল। মহেশের স্ত্রী তথা অভিনেত্রী সোনি রাজদান, রাহার ঠাকুমা নীতু কাপুর এবং তার সহকর্মী অভিনেত্রী নীনা গুপ্তাকে একফ্রেমে পাওয়া গেছে।
রণবীর-আলিয়ার সাফারির প্রতি ভালবাসা
রাহার দ্বিতীয় জন্মদিন উদযাপনের জন্য সাফারি-থিম বেছেছিলেন রণবীর-আলিয়, কারণ জঙ্গলের সঙ্গে একাত্ম এই জুটির ভালোবাসার সফর। জঙ্গলে সাফারি রাইডগুলি অত্যন্ত পছন্দ করেন দুজনে। আলিয়া এর আগে কেনিয়ার মাসাই মারা ন্যাশনাল রিজার্ভকে দম্পতির প্রিয় জায়গা বলে উল্লেখ করেছিলেন। সেখানেই আলিয়াকে বিয়ের প্রস্তাব দেন রণবীর। এই জুটি ২০২২ সালের এপ্রিলে বিয়ে করেছিলেন এবং একই বছরের ৬ নভেম্বর রাহার বাবা-মা হয়েছিলেন।
রাহাকে আলিয়ার শুভেচ্ছা
বুধবার গভীর রাতে সদ্যোজাত রাহার ছবি পোস্ট করে মেয়েকে খোলা চিঠিতে লেখেন আলিয়া। তিনি লেখেন, ‘আজ তোমার ২ বছর। তবে এই ভাবেই আমি সেই সময়কে ফিরিয়ে দিতে চাই যখন তোমার বয়স ছিল মাত্র কয়েক সপ্তাহ। আমার মনে হয়, সমস্ত বাবা-মাই চান, তাঁর সন্তান চিরকালই শিশুই থাকুক। শুভ জন্মদিন আমার জীবন। তুমি আমার কাছে এখন বার্থডে-কেক-এর মতোই একটা অনুভূতি।'
সঞ্জয় লীলা বানসালির 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিতে ফের একসঙ্গে দেখা যাবে রণবীর-আলিয়াকে। এছাড়াও নীতেশ তিওয়ারির 'রামায়ণ' এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমেল পার্কের দুটি অংশে দেখা যাবে রণবীরকে। আলিয়া আপতত ব্যস্ত তাঁর আসন্ন ছবি আলফা নিয়ে।