চার বছরে পা দিল শাহিদ কাপুর এবং মীরা রাজপুত পুত্র জৈন কাপুর। ছেলের জমজমাট জন্মদিন সেলিব্রেশনের ব্যবস্থা করেছিলেন দম্পতি। জন্মদিনে পার্টির অন্দরের বেশ কিছু ছবি নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে ছোট ভাই এবং বাবা শাহিদের হাত ধরে কেক কাটছে দিদি মিশাও। সঙ্গে হাত মিলিয়েছেন মীরাও।
শাহিদকে ছেলের জন্মদিনে নিয়ন রঙের টি-শার্ট পরে দেখা গিয়েছে। মীরার পরনে ফ্লোরাল পোশাক। কেক কাটার সময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ‘হ্যাপি বার্থ ডে’ গাইতে দেখা গিয়েছে। ছেলে জৈনের গালে আলতো চুমু খেতে দেখা গিয়েছে মীরাকে। বেলুন, ফেস্টুন, প্ল্যাকার্ডে সেজে উঠেছিল জন্মদিন পার্টি। ২০১৫ সালের ৭ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হন শাহিদ কাপুর এবং মীরা রাজপুত। দম্পতির দুই সন্তান মিশা এবং জৈন। আরও পড়ুন: রাজ কুন্দ্রার সঙ্গে এক ঘরে থাকবেন নুসরত! এসব শুনে কান গরম হচ্ছে অনুরাগীদের
ইউরোপ ট্রিপ থেকে ছেলে জৈনের একটি অদেখা ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছে মিশা। ছবিতে বরফের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে জৈনকে। সুইজারল্যান্ডের জাতীয় পতাকার একটি অংশ এবং আল্পস পর্বত দেখা গিয়েছে জৈনের ছবিতে। একটি সাদা শার্ট, ধূসর সোয়েটার, নেভি ব্লু গরম জ্যাকেট, ডেনিম জিনস এবং জুতো পরে খুদে। সম্প্রতি পরিবারের সঙ্গে ইউরোপ ট্রিপে গিয়েছিলেন শাহিদ। সেখানে তাঁদের বিবাহবার্ষিকীও উদযাপন করেছিলেন। আরও পড়ুন: একবার বক্সার মহম্মদ আলির হাতে ঘুষি খেয়েছিলেন অমিতাভ! কারণ জানলে চমকে উঠবেন
শাহিদকে শেষবার গৌতম তিন্নাউর ‘জার্সি’ ছবিতে দেখা গিয়েছিল। বিপরীতে ছিলেন ম্রুণাল ঠাকুর। অভিনেতার হাতে নতুন বেশ কিছু প্রকল্প রয়েছে। তাঁকে পরবর্তীতে OTT আত্মপ্রকাশ করতে দেখা যাবে। যদিও ছবির নাম এখনও প্রকাশ পায়নি। শাহিদ একটি অ্যাকশন-বিনোদনমূলক সিনেমার জন্য পরিচালক আলি আব্বাস জাফরের সঙ্গে হাত মিলিয়েছেন।