রবিবার ৮০ বছরে পা দিলেন শর্মিলা ঠাকুর। ছেলে-বউমা-মেয়ে-নাতি-নাতনিদের নিয়ে জন্মদিনের দুপুরে হুল্লোড় করলেন শর্মিলা। মাত্র ১৩ বছর বয়সে সত্যজিৎ রায়ের জহুরির চোখ চিনেছিল শর্মিলাকে। অপুর সংসার দিয়ে শুরু। বাঙালির মননে-বাঙালির জীবনে আজও চির নতুন তিনি। জীবন্ত কিংবদন্তি, ভারতীয় সিনেমার অন্যতম মহীরূহ।
জন্মদিনের দুপুরটা কেমনভাবে কাটল বার্থ ডে গার্লের? সেই ঝলক ভাগ করে নিয়েছেন শর্মিলার নাতনি সারা আলি খান। সইফ আলি খান, কারিনা কাপুর, সোহা আলি খান, কুণাল খেমু এবং সারা আলি খান-সহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন শর্মিলা।
একটি রেস্তোরাঁয় একটি টেবিলে বসে সুস্বাদু খাবারের স্বাদ নিল গোটা পরিবার। শর্মিলা এদিন পরেছিলেন অফ হোয়াইটের উপর প্রিন্টেট সায়োলার কামিজ। সঙ্গে জাঙ্ক জুয়েলারি। ৮০ পেরিয়েও তাঁর সৌন্দর্য অটুট। ঠাকুমার পাশে গোলাপি পোশাকে সুন্দরী সারা। কোনওরকম ডায়েট নয়, নিজের জন্মদিনে চেটেপুটে চকোলেট কেক খেলেন শর্মিলা।
একটি ছবিতে সইফ আলি খান ও করিনার মাঝখানে বসে ক্যামেরার দিকে পোজ দিলেন করিনা, সৎ কন্যের কাঁধে মাথা এলিয়ে দিয়েছেন তিনি। সারার সঙ্গে বরাবরই দুর্দান্ত বন্ডিং বেবোর। করিনা কাপুর, কুণাল, ইনায়া নওমি কিমু এবং জেহ আলি খানকেও দেখা গিয়েছিল। একটি ক্লিপে দেখা যায়, শর্মিলা কেক কাটার সময় তাঁকে ঘিরে জড়ো হন সকলে। ইনায়া তার হাতে একটা বড় ছুরি দিতেই শর্মিলা অবাক হয়ে গেল। এরপর সকলে মিলে জন্মদিনের গান ধরলেন।
ছবির ক্যাপশনে সারা লিখেছেন, ‘শুভ জন্মদিন দাদি জান (ঠাকুমা)। আপনি আমাদের পরিবারের গর্ব’। ঘরোয়া সেলিব্রেশনে চোখে পড়েনি ইব্রাহিমের উপস্থিতি।
জেহ আর ইনায়ার কিউনেসে ফিদা নেটপাড়া
শর্মিলা কন্যা সোহা আলি খানও মায়ের জন্মদিনের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। একটি ছবিতে শর্মিলা নাতনি ইনায়ার বানানো একটি জন্মদিনের কার্ড নিয়ে পোজ দিয়েছেন। অন্য একটি ছবিতে সোহার কোলে বসে বোকা বোকা মুখ করল ভাইপো জেহ। সোহা ও কুণালের ছবিতে ফটোবম্বিং করেন শর্মিলা। পোস্টের ক্যাপশনে সোহা লিখেছেন, 'ভরা পেট এবং ভরা হৃদয়'।
সাবা আলি খান বিশেষ দিনটি থেকে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন এই বিশেষ দিনের। শর্মিলা, কারিনা, সোহা ও কুণালের সঙ্গে ছবি পোস্ট করেছেন শর্মিলা ও মনসুরের বড় মেয়ে। ক্যাপশনে লিখেছেন, ‘আমার সুন্দরী মা। শুভ জন্মদিন। লাভ ইউ টু দ্য মুন এন ব্যাক... সুস্থ থাকুন এবং সব সময় ভালো থাকুন।’
শর্মিলার জন্য করিনার পোস্ট
আগে শাশুড়িমাকে মিষ্টি বার্তা দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান করিনাও। জানা যায়, সইফ-অমৃতার বিয়েতে সায় ছিল না শর্মিলার। তবে শুরু থেকেই করিনার সঙ্গে দারুণ বন্ডিং বর্ষীয়ান অভিনেত্রীর। শর্মিলার জন্মদিন সেলিব্রেট করতে ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন করিনা। তিনি লেখেন, ‘সর্বকালের সেরা গ্যাংস্টার কে? আমার কি বলার দরকার আছে? শুভ জন্মদিন আমার শাশুড়ি। যিনি সবক্ষেত্রে সেরা’।
আরাধনা, কাশ্মীর কি কালি এবং অমর প্রেমের মতো ক্লাসিক ছবিতে অবিস্মরণীয় অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন শর্মিলা ঠাকুর। শুধু অভিনয় নয়, তিনি স্টাইল আইকন হিসাবেও দাগ কেটেছেন, অনুপ্রাণিত করেছেন গোটা একটা প্রজন্মকে। ষাটেক দশকে বিকিনি পরার সাহস ক'জন নায়িকা দেখাতে পেরেছিলেন? ক্রিকেটার মনসুর আলি খান পতৌদিকে ভালোবেসে বিয়ে করেন শর্মিলা। এই দম্পতির তিন সন্তান সাইফ, সোহা ও সাবা। খুব শীঘ্রই সুমন ঘোষের হাত ধরে রুপোলি পর্দায় ফিরছেন তিনি। পুরাতন ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে দর্শক দেখবে তাঁকে। মুক্তির অপেক্ষায় পুরাতন।