বাংলা নিউজ > বায়োস্কোপ > Neel-Trina: বিবাহবার্ষিকীর রাতে ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নাচ নীল-তৃণার, দেখুন ভিডিয়ো

Neel-Trina: বিবাহবার্ষিকীর রাতে ‘কাঁচা বাদাম’ গানে উদ্দাম নাচ নীল-তৃণার, দেখুন ভিডিয়ো

তৃনীলের জমজমাট অ্যানিভার্সারি পার্টি

ঢুঁ মারুন নীল-তৃণার ডেস্টিনেশন অ্যানিভার্সারি পার্টির অন্দরে। রইল ছবি ও ভিডিয়ো-

শ্যুটিংয়ের ব্যস্ততা সামলেই সাত পাক ঘুরেছিলেন, দেখতে দেখতে একসঙ্গে পথচলার এক বছর পার করে ফেললেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব অফস্ক্রিন জুটি নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। গত বছর ৪ঠা ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েছিলেন দুজনে। শুক্রবার তৃনীল জুটি সেলিব্রেট করলেন তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। ব্যস্ত শেডিউল থেকে সময়বার করে একটু নিরিবিলিতে সময় কাটালেন তাঁরা, সঙ্গে থাকল তাঁদের ঘনিষ্ঠ বন্ধুরা। 

কলকাতার অদূরেই এক রিসর্টে বন্ধুদের সঙ্গে বিবাহবার্ষিকীর উদযাপন সারলেন তারকা দম্পতি। শুক্রবার রাতে হাওড়ার অনুষ্কা গার্ডেন অ্যান্ড রিসর্টে বসেছিল দুজনের জমজমাট বিবাহবার্ষিকীর পার্টি। এদিন কালো রঙের সিফন-নেট শাড়িতে সাজলেন তৃণা, শাড়ির পাড়ে সাদা পোলকা ডট, এবং পাড়ের সঙ্গে সাযুজ্য রেখেই পিঠখোলা ব্লাউজ পড়লেন তৃণা। 

সেলিব্রেশনের ফাঁকে ট্রেন্ডিং গান ‘কাঁচা বাদাম’-এ জমিয়ে নাচলেন দুজনে। ভুবন বাদ্যকরের এই গান এখন ইনস্টাগ্রামে হইচই ফেলে দিয়েছে, তাই ট্রেন্ডে পা মেলালেন এই তারকা দম্পতিও। এই ভিডিয়োর ক্যাপশনে তৃণা লিখেছেন, ‘প্রথম বিবাহবার্ষিকী, আমাদের পাগলামি’। 

অভিনয় কেরিয়ার শুরুর আগে থেকেই প্রেম সম্পর্কে আবদ্ধ নীল-তৃণা। অনেক চড়াই-উতরাই পার করে গত বছর পূর্ণতা পেয়েছিল তাঁদের এক দশকের সম্পর্ক। এই মুহূর্তে ‘উমা' নিয়ে বেজায় ব্যস্ত নীল, ‘কৃষ্ণকলি’র সফর শেষ হওয়ার আগেই নতুন সফর শুরু করেছেন তিনি, অন্যদিকে স্লট বদল হলেও ‘গুনগুন’ হয়ে দর্শক মনে রাজ করছেন তৃণা। এমনভাবে পরস্পরের হাত শক্ত করে ধরে বছরের পর বছর পার করুক ‘তৃনীল’, এমনটাই প্রার্থনা এই জুটির ভক্তদের। 

 

বন্ধ করুন