স্ত্রী ২ ছবিটি স্বাধীনতা দিবসের সময় মুক্তি পেয়েছে। এই ছবিটি এই বছরের বলিউডের অন্যতম বড় ব্লকবাস্টার হিট যে সেটা নিঃসন্দেহে বলা যায়। ইতিমধ্যেই শাহরুখের জওয়ান ছবির রেকর্ড ভেঙেছে শ্রদ্ধার ছবি। বর্তমানে টপকে গেল ৮০০ কোটির গণ্ডি।
স্ত্রী ২ বক্স অফিস কালেকশন
দেখতে দেখতে স্ত্রী ২ মুক্তির ৩৫ দিন পেরিয়ে গিয়েছে। এখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ছবির আয়। লক্ষ্য এবার ১০০০ কোটি। ইতিমধ্যেই এই ছবি বিশ্বজুড়ে ৮০০ কোটির বেশি আয় করে বসে আছে। ৩৫ দিনের মাথায় স্ত্রী ২ ছবিটির ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন ৮০১ কোটি ১৫ লাখ টাকা। অন্যদিকে ভারতীয় বক্স অফিসে এই ছবিটি ৫৬৪ কোটি টাকা আয় করেছে। মুক্তির পর পঞ্চম বৃহস্পতিবার এই ছবির আয় ছিল ১ কোটি ৬৫ লাখ টাকা।
স্ত্রী ২ ছবিটি প্রসঙ্গে
স্ত্রী ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও। অন্যান্য ভূমিকায় পঙ্কজ কুমার ত্রিপাঠী এবং অপরশক্তি খুরানাকে দেখা গিয়েছে। এটি একটি কমেডি হরর ঘরানার ছবি।
ছবিটি বক্স অফিসে এত দারুণ ফল করার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন রাজকুমার রাও। তাঁর কথায়, 'আমরা সবাই খুশি যে স্ত্রী ২ এত ভালো ফল করল বক্স অফিসে। দারুণ বক্স অফিস নম্বর উঠে আসছে। এখান থেকেই বোঝা যাচ্ছে প্রচুর মানুষ ছবিটি দেখেছেন। আমি ওদের ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শকদের থেকে আমি অনেক ভালোবাসা পেয়েছি। অনেকেই জানিয়েছেন আমার সফর ওদের অনুপ্রেরণা জুগিয়েছে।'
আরও পড়ুন: ‘নিজে আইনজীবী হয়েও অত উকিল রেখেছেন কেন?’ RG Kar কাণ্ডে মমতাকে তোপ শ্রীলেখার
আরও পড়ুন: OTT -র পর্দায় 'দুর্গা' রাজনন্দিনীর পাশে 'মহাদেব' রোহন! অন্যান্য কোন চরিত্রে কাদের দেখা গেল?