তরতরিয়ে এগিয়ে চলেছে শ্রদ্ধা কাপুরের স্ত্রী ২। এই ছবির মুক্তির মাসপূর্তির আগেই ভেঙে চুরমাচুর হয়ে গেল শাহরুখ খানের পাঠান ছবির বক্স অফিস কালেকশনের রেকর্ড! বক্স অফিসে এখনও পর্যন্ত কত আয় করল স্ত্রী ২?
আরও পড়ুন: প্রথম অভিযোগ এনেছিলেন তিনিই, অরিন্দম সাসপেন্ড হতেই রূপাঞ্জনা বললেন, 'দরকারে আবার লড়াইয়ে নামব'
আরও পড়ুন: নৈহাটির প্রাক্তনীদের মিছিলে ঠিক কি হয়েছিল? শিউরে ওঠার মত পোস্ট প্রত্যক্ষদর্শীর
কত আয় করল স্ত্রী ২?
সদ্যই স্ত্রী ২ ২০১৭ সালে মুক্তি পাওয়া এসএস রাজামৌলি পরিচালিত এবং প্রভাস অভিনীত বাহুবলী ২ ছবিটির হিন্দি ভার্সনের আয়কে ছাপিয়ে গিয়েছে। এবার এটি পাঠান ছবির বক্স অফিস কালেকশনের রেকর্ড ভেঙে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা হিন্দি ছবির খেতাব পেল। এমনটাই সচনিল্কের রিপোর্টে জানানো হয়েছে।
শনিবার স্ত্রী ২ ছবিটির বক্স অফিস কালেকশন ভারতীয় বক্স অফিসে ৫১৬ কোটি ২৫ লাখ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। তবে রবিবার আরও ১০ কোটি ঘরে তোলার পর এটি বর্তমানে ৫২৭ কোটি টাকায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে পাঠান ছবিটি গত বছর বক্স অফিসে ৫২৪ কোটি ৫৩ লাখ টাকা আয় করেছিল ভারতীয় বক্স অফিসে। ফলে বোঝাই যাচ্ছে রবিবার সিদ্ধার্থ আনন্দের এই স্পাই থ্রিলারের আয়কে ছাপিয়ে গেল স্ত্রী ২।
তবে হিন্দি ছবির সর্বোচ্চ আয় করা ছবি হতে গেলে টপকাতে হবে জওয়ান ছবির ভারতীয় বক্স অফিস কালেকশনকে। শাহরুখের একটা ছবির আয়কে টপকালেও দ্বিতীয় ছবির আয় টপকানো হয়তো একটু কঠিন হয়ে দাঁড়াবে স্ত্রী ২ এর। কারণ কিং খান অভিনীত এবং অ্যাটলি পরিচালিত ছবিটি ভারতীয় বক্স অফিসে ৫৮২ কোটি ৩১ লাখ টাকা আয় করেছিল গত বছর।
আরও পড়ুন: হাসপাতালে নামের ফলক নিয়ে দেবের নিন্দা কুণালের, 'উনি অপপ্রচার চালাচ্ছেন' পাল্টা জবাব অভিনেতার
আরও পড়ুন: শপিং নয়, অশৌচ পালনের ডাক... তবুও পুজো কালেকশনের বিজ্ঞাপনে সোহিনী! অভিনেত্রীকে কটাক্ষ TMC সমর্থকের
প্রসঙ্গত গত ২ সপ্তাহ ধরে স্ত্রী ২ বক্স অফিসে কোনও ছবির থেকে তেমন কম্পিটিশন পায়নি। ফাঁকা ময়দান পেয়ে একেবারে দাপিয়ে বেড়াচ্ছে শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও অভিনীত এই হরর কমেডি ঘরানার ছবিটি।