স্বাধীনতা দিবসের দিন একসঙ্গে মুক্তি পেয়েছে বেদা, খেল খেল মে এবং স্ত্রী ২। প্রথম থেকেই বক্স অফিসে ঝড়ো ব্যাটিং চালিয়ে যাচ্ছে স্ত্রী ২। সেই তুলনায় বেশ খানিকটা পিছিয়ে পড়েছে অক্ষয় কুমারের ছবি খেল খেল মে এবং জন আব্রাহামের বেদা। রাখির দিনও এই জিনিসের বিশেষ হেরফের হল না। কোন ছবি এদিন কত আয় করল বক্স অফিসে?
আরও পড়ুন: বিতর্ক উপেক্ষা করে পথে নামলেন ইমন-মনোময়-অনুপম-রূপমরা, কৌশিকী বললেন, 'রাতে কাজ পড়লে যাব না?'
স্ত্রী ২ ছবিটির বক্স অফিস কালেকশন
স্ত্রী ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও। অন্যান্য ভূমিকায় পঙ্কজ কুমার ত্রিপাঠী এবং অপরশক্তি খুরানাকে দেখা গিয়েছে। কমেডি হরর ঘরানার ছবিটি বক্স অফিসে দারুণ প্রভাব ফেলেছে। সোমবার অর্থাৎ রাখির বাজারে এই ছবিটি ৩৮ কোটি ১০ লাখ টাকা আয় করেছে। ফলে বর্তমানে এই ছবিটি মোট আয় ভারতীয় বক্স অফিসে দাঁড়িয়ে আছে ২৩৭ কোটি ২৪ লাখ টাকায়। এমনটাই সচনিল্কের তরফে জানানো হয়েছে।
মুক্তির দিন এটি ৫১.৮ কোটি টাকা আয় করে। শুক্রবার সেটা একটু কমে হয় ৩১ কোটি ৪০ লাখ টাকা। শনিবার সেই পরিমাণ আরও বেড়ে হয় ৪৩ কোটি ৮৫ লাখ টাকা। আর রবিবার স্ত্রী ২ ৫৫ কোটি ৯০ লাখ আয় করেছে। সোমবার সেটা কিছুটা কমে হয়েছে ৩৮ কোটি ১০ লাখ।
বেদার বক্স অফিস কালেকশন
জন আব্রাহাম এবং শর্বরী ওয়াগের অভিনীত এই অ্যাকশন ছবিটি বক্স অফিসে প্রথম দিনে ৬.৩ কোটি টাকা আয় করেছে। শুক্রবার সেটা কমে হয় ১.৮ কোটি টাকা। শনিবার অঙ্কের পরিমাণ কিছুটা বাড়ে। এদিন ২ কোটি ৭০ লাখ টাকা আয় করে ছবিটি। আর রবিবার ৩.২ কোটি টাকা আয় করে এটি। সোমবার সেটা কমে হয় মাত্র দেড় কোটি টাকা। ফলে বর্তমানে এই ছবির মোট এই ১৫ কোটি ৫০ লাখ টাকায় দাঁড়িয়ে আছে।
আরও পড়ুন: 'সাধারণ মানুষ যে পথ নেবে, আমরাও...', সঙ্গীতশিল্পীদের প্রতিবাদ মিছিলে নেমে 'বন্ধু' অরিজিৎকে সমর্থন রূপমের
খেল খেল মে ছবিটির আয়
মুক্তির দিন অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি বক্স অফিসে ৫.৫ কোটি টাকা আয় করেছে। শুক্রবার সেটা কমে হয় মাত্র ২ কোটি ৫ লাখ টাকা। শনি এবং রবিবার যথাক্রমে এই ছবিটি বক্স অফিসে ৩ কোটি ১০ লাখ টাকা এবং ৩ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। রাখির দিন অর্থাৎ সোমবার এই ছবি মাত্র ২ কোটি টাকার ব্যবসা করেছে। ফলে বর্তমানে খেল খেল মে ছবিটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ১৬ কোটি ৩১ লাখ টাকায়।