পুজোর আগেই পরিবারে শোকের ছায়া নামল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের। সোমবার সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই মৃত্যুর মুখে ঢলে পড়েন অভিনেত্রীর স্বামী। তিনি পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
কী ঘটেছে?
অভিনেত্রী সুভদ্রা মুখোপাধ্যায়ের স্বামী ফিরোজ সোমবার, ৩০ সেপ্টেম্বর আচমকাই প্রয়াত হন। পুজোর ঠিক মুখেই তাই স্বাভাবিক ভাবেই অভিনেত্রীর পরিবার শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, রবিবার রাতে অন্যান্য দিনের মতোই খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়েছিলেন ফিরোজ। সোমবার সকালে উঠে সকলের সঙ্গে কথা বলেন। আর চার পাঁচটা দিনের মতোই শুরু করেছিলেন। কিন্তু তারপরই এমন বিপত্তি ঘটে যাবে কেউ বোধহয় আশা করেননি। আচমকাই স্ট্রোক হয় তাঁর। সঙ্গে সঙ্গেই মৃত্যুর মুখে ঢলে পড়েন তিনি।
আরও পড়ুন: মহালয়ায় আসছে মমতার লেখা-সুরে তৈরি অ্যালবাম অঞ্জলি! রয়েছে রাঘব - বাবুল সহ কোন গায়কদের গান?
স্বামীকে হারিয়ে ভীষণ ভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে তিনি বর্তমানে কথা বলার অবস্থায় নেই। যাঁরা সুভদ্রাকে চেনেন বা জানেন তাঁরা সকলেই জানেন তিনি ভীষণই হাসিখুশি প্রাণবন্ত মানুষ। খুবই স্পষ্টবাদী। কিন্তু পুজোর আগে এমনটা ঘটবে কেউ আশা করেননি।
সুভদ্রা এবং ফিরোজের দুই সন্তান। ছেলে বড়। সে বাইরে থাকে। মেয়ে অনেকটাই ছোট। অন্যদিকে ফিরোজ পেশায় ব্যবসায়ী ছিলেন। আমেদাবাদে থাকতেন তিনি। গত শনিবারই তিনি কলকাতায় এসেছিলেন পরিবারের সঙ্গে দেখা করতে। এরপরই এই বিপত্তি ঘটে গেল। টলি পাড়ার অনেকেই এদিন তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন।