বলিউডের অন্যতম বিখ্যাত প্রবীণ পরিচালক সুভাষ ঘাই শারীরিক অসুস্থতার জন্য ভর্তি হয়েছেন মুম্বইয়ে লীলাবতী হাসপাতালে। ৭৯ বছর বয়সী এই পরিচালক বহু আইকনিক সিনেমার জন্য পরিচিত। পরদেশ, তাল, বিধাতা, ইয়াদে সহ বহু সিনেমায় তিনি পরিচালক হিসেবে কাজ করেছেন।
গত বুধবার দুর্বলতা, শ্বাসকষ্ট এবং মাথা ঘোরার সমস্যা তৈরি হওয়ায় মুম্বইয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন ৭৯ বছর বয়সী সুভাষ ঘাই। হাসপাতালের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তবে আপাতত তিনি অনেকটাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে হাসপাতাল তরফ থেকে।
আরও পড়ুন: ঋষি কৌশিক নন, লীনার মেগায় অপরাজিতার বিপরীতে নতুন নায়ক! জানেন তিনি কে?
হাসপাতালের তরফ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পরিচালকের ব্রেনের সিটি অ্যাঞ্জিওগ্রাম, চেস্ট এবং অ্যাবডোমেনের নানা পরীক্ষা করা হয়েছে। সোমবার অর্থাৎ আগামীকাল পিইটি -সিটি স্ক্যাম করানো হবে। পরীক্ষাগুলি না হলে বোঝা যাবে না পরিচালকের আদৌ কী সমস্যা হয়েছে।
চিকিৎসা চলাকালীনই কিছুটা সুস্থ বোধ হতেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের স্বাস্থ্যের কথা জানালেন সুভাষ। X হ্যান্ডেলে তিনি একটি পোস্ট করে লেখেন, আমার সত্যি খুব ভালো লাগছে এটা জেনে যে আমার বহু শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার স্বাস্থ্যের জন্য চিন্তিত। সকলের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমি এখন ভালো আছি। শীঘ্রই দেখা হবে।
তবে শুধু পরিচালকের তরফ থেকে নয়, পরিচালকের পরিবারের তরফ থেকেও একটি আপডেট দেওয়া হয়েছে পরিচালকের স্বাস্থ্যের সম্পর্কে। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, চিন্তার কিছু নেই। প্রতিবছরের মতো এই বছরেও একটি বার্ষিক চেকআপ করান হয়েছে। পরিচালকের ব্যস্ততার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে যাতে একসঙ্গে সমস্ত পরীক্ষা হয়ে যায়।
প্রসঙ্গত, IFFI ২০২৪- এ পরিচালকের ৩০ মিনিটের একটি চলচ্চিত্র দেখানো হয়েছে। ডকুমেন্টারি ড্রামা গান্ধী, যেখানে মনোজ বাজপেয়ী অভিনয় করেছেন সেটি ভীষণ পছন্দ করেছেন দর্শকরা। এছাড়া পরিচালকের বই কমার্স চাইল্ড প্রদর্শিত হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে।
আরও পড়ুন: বাংলা ভাষা নিয়ে ইমনের প্রতিবাদকে ‘ভাণ্ডামি’, 'ফুটেজ পাবার চেষ্টা' বলে তোপ বিজেপির তরুণজ্যোতির!
ডকুমেন্টারি সম্পর্কে পরিচালক বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এটি আমি তৈরি করেছি, একজন চলচ্চিত্র নির্মাতা হিসেবে নয়। প্রত্যেকটি ব্যক্তির এটা দেখা উচিত। প্রত্যেকটি স্কুল কলেজে দেখানো উচিত এটি। কেন গান্ধীবাদ আজও প্রাসঙ্গিক, তাঁর চিন্তাভাবনা মূল্যবোধ এবং নীতিগুলি কেন চিরন্তন তা দেখানোর জন্যই এটি তৈরি করা হয়েছে।