টলিউড পেতে চলেছে একেবারে একটি নতুন জুটি। তবে সেটা পর্দায়। এই প্রথমবারের জন্য শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে জিতু কমলকে। ইন্ডাস্ট্রির অন্দরে এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। জানা গিয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবিতে তাঁরা জুটি বাঁধবেন।
কী জানা গিয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবি প্রসঙ্গে?
ইন্দ্রদীপ দাশগুপ্ত নাকি ইতিমধ্যেই তাঁর এই নতুন ছবির বিষয়ে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছেন। একই সঙ্গে শুভশ্রী এবং জিতু ছাড়া অন্যান্য চরিত্রে কারা কোন চরিত্রে ধরা দেবেন সেটাও চূড়ান্ত করে ফেলেছেন।
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো ইন্দ্রদীপ দাশগুপ্ত কিন্তু কেবল পরিচালক তিনি টলিউডের অন্যতম খ্যাতনামা সঙ্গীত পরিচালকও বটে। তিনি সঙ্গীত পরিচালক হিসেবেই তাঁর কেরিয়ার শুরু করেছিলেন টলিউডে। এরপর ২০১৯ সালে তিনি পরিচালনার জগতে পা রাখেন। সেই বছর মুক্তি পায় কেদারা। তাঁর প্রথম ছবিতে নজর কাড়েন কৌশিক গঙ্গোপাধ্যায়। একাধিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয় ছবিটি, পায় পুরস্কার এরপর তিনি একে একে নিয়ে এসেছেন বিসমিল্লাহ, আগন্তুক। তাঁর প্রতিটি ছবিই একে অন্যের থেকে অনেকটা আলাদা। চমকে ভরা। ব্যতিক্রম হবে না তাঁর আসন্ন ছবিও। তবে আপাতত তিনি এই ছবির বিষয়ে কিছু বলতে নারাজ।
তবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জিতু কমল ছাড়াও ইন্দ্রদীপ দাশগুপ্তর আগামী ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়, প্রমুখ। আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকেই এই ছবির শ্যুটিং শুরু হবে। কলকাতাতেই হবে ছবির শ্যুটিং, এমনটাই জানা গিয়েছে।
শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আগামীতে রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান ছবিতে দেখা যাবে। সেখানে তিনি উকিলের চরিত্রে ধরা দেবেন। মুখ্য ভূমিকায় থাকবেন ঋত্বিক চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী। এছাড়াও দেবালয় ভট্টাচার্যর ছবি আলেয়াও আছে তাঁর হাতে। অন্যদিকে ইন্দ্রদীপ দাশগুপ্তকে বর্তমানে জি বাংলার সারেগামাপায় বিচারক হিসেবে দেখা যাচ্ছে।