'কচি বউ' শ্রীময়ীকে নিয়ে হামেশাই চর্চায় থাকেন কাঞ্চন মল্লিক। তৃতীয় বিয়ের পর থেকে আলোচনার কেন্দ্রে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক। ইন্ডাস্ট্রিতে সম্পর্কের সমীকরণ দ্রুত বদলায়, বিশেষত তাতে রাজনীতির রং লাগতে তো কথাই নেই। জুনিয়র ডাক্তারদের নিয়ে বিরূপ মন্তব্য করায় শুধু দলে নয়, ইন্ডাস্ট্রিতেও কোণঠাসা কাঞ্চন। এর মাঝেই শুভশ্রীর সঙ্গে তাঁর আদুরে আলাপের ভিডিয়ো ভাইরাল!
ভিডিয়োতে কী রয়েছে? ভাইরাল ভিডিয়োতে দেখা গেল কাঞ্চনের সঙ্গে খুনসুটিতে মেতেছেন রাজ ঘরণী। শুভশ্রী ওই ভিডিয়োতে গাল টিপে আদর করছেন কাঞ্চনকে। পিছনে সায়ন্তিকা। এরপর নায়িকাকে কাঞ্চনকে জাপটে ধরে বলতে শোনা যাচ্ছে, ‘কালকে বললে যে সোনা…. কোমরে ব্যাথাটা কীসের জন্য হল বলব?’ কাঞ্চন ততক্ষণে লাজে রাঙা! এরপর শুভশ্রীর আবদার- ‘আমাকে জড়িয়ে ধরো না…আমি তোমাকে এইভাবে জড়িয়ে ধরব। তুমি এইভাবে ধরবে…’। কাঞ্চনের কিন্তু কিন্তু ভাব কাটাতে পরিচালক রাজ চক্রবর্তী পাশ থেকে বলে উঠলেন, ‘জড়িয়ে ধর’।
পরিচালকের কথা কী আর ফেলা যায়? এই ভিডিয়োটি রাজ চক্রবর্তী পরিচালিত ‘অভিমান’ ছবির সেটের। যে ছবিতে দীর্ঘদিন পর ফের রাজের নায়িকা হিসাবে দেখা মিলেছিল শুভশ্রীর। তখনও তাঁদের প্রেমের কাহিনি শুরু হয়নি। ছবির নায়কের চরিত্রে ছিলেন জিৎ। ২০১৬ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। অভিমানে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখ মিলেছিল কাঞ্চনের। শ্যুটিং-এর ফাঁকের এই খুনসুটির দৃশ্য সম্প্রতি শুভশ্রীর এক ফ্যান পেজের দৌলতে ভাইরাল হয়েছে।
শুভশ্রীকে শেষ পর্দায় দেখা গিয়েছে বাবলি ছবিতে, যা পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী। মেয়ে ইয়ালিনির জন্মের পর এই একমাত্র ছবিতে কাজ করেছেন শুভশ্রী। আপতত মাতৃত্ব আর কেরিয়ার দুটো ব্যালেন্স করেই চলতে চান নায়িকা। এখনও নতুন কোনও প্রোজেক্টে হাত দেননি তিনি।