দ্বিতীয় বারের জন্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বেশ কয়েক মাস আগে ফুটফুটে কন্যা সন্তান এসেছিল তাঁর কোল আলো করে। লক্ষ্মীবারে বাড়িতে লক্ষ্মী এলেও, রাজ-শুভশ্রী দেবী সরস্বতীর নামে মেয়ের নাম রেখেছিলেন ইয়ালিনি। তবে সন্তানের জন্মের আগে থেকেই অন্তঃসত্ত্বা অবস্থায় নানা ভাবে ছক ভেঙেছিলেন নায়িকা। গর্ভাবস্থা যে কোনও অসুস্থতা নয়, সেই বার্তা তিনি বার বার স্যোশাল মিডিয়ায় দিয়েছিলেন। এই সময়ও তিনি তাঁর দায়িত্ব কর্তব্য সমান ভাবে পালন করেছিলেন। শ্যুটিং থেকে শুরু করে ছেলে ইউভানকে স্কুল থেকে নিয়ে আসা সবটাই করতেন তিনি। আর সেই মায়ের একেবারে যোগ্য মেয়ে ইয়ালিনি। সবে মাত্র ১০ মাস বয়স তার, এখনই দাঁড়াতে শিখে গিয়েছে।
জন্মের পর থেকে মেয়ের মুখ দেখানি শুভশ্রী। কিন্তু মাঝে মাঝেই মেয়ের নানা মুহূর্তের ঝলক তাঁর সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করে নেন নায়িকা। তেমনি একটি ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে পোস্ট করেছিলেন তিনি। সেখানে দেখা গিয়েছিল ১০ মাসের ছোট্ট ইয়ালিনি দাঁড়িয়ে রয়েছে। তার মুখোমুখি সোফার উপরে দাঁড়িয়ে তার দাদা ইউভান। তারা ব্যস্ত খেলায়।
আরও পড়ুন: চারদিকে আরজি কর নিয়ে প্রতিবাদ! অবশেষে মেয়ে ইয়ালিনি কোলে সামনে এলেন শুভশ্রী
প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে মা-মেয়ে দুজনকেই কালো পোশাকে দেখা গিয়েছিল। শুভশ্রী পরনে ছিল ওয়ান শোল্ডার গাউন। ইয়ালিনিরও গায়ে ছিল কালো পোশাক। মা-মেয়ে দুজনেরই চুল খোলা। ক্যামেরার দিকে তাকিয়ে শুভশ্রী। যদিও ইয়ালিনির পিঠটাই শুধু দেখা যাচ্ছিল। ছবিটি পোস্ট করে অভিইনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, ‘হাই’!
আরও পড়ুন: প্রকাশ্যে ‘দেবরা পার্ট ১’ ট্রেলার! জুনিয়র এনটিআর-সইফ-জাহ্নবীর সিনেমার প্রথম ঝলকে হতাশ দর্শক
দেবলীনা কুমার, সুদীপ্তা চট্টোপাধ্যায়, পার্নো মিত্ররা কমেন্টে হাই লিখেছেন দুজনকে। গত বছর নভেম্বর রাজ-শুভশ্রীর কোল আলো করে আসে ইয়ালিনি। এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল, ইউভানের মতোই দেখতে হয়েছে বোনকেও। এমনকী, ছবি দিলে যে কেউ ভেবে বসতে পারে, এটা ইউভানেরই ফোটো। তাই একটু অপেক্ষা করছেন তিনি ও রাজ।
সম্প্রতি বুদ্ধদেব গুহর প্রেমের উপন্যাস ‘বাবলি’-র নিয়ে কাজ করেছেন রাজ চক্রবর্তী। ‘বাবলি’-তে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নাম ভূমিকা দেখা গিয়েছিল। তাঁর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সৌরসেনী মৈত্রকে। তবে বক্স অফিসে সেই ভাবে সাড়া ফেলতে পারেনি এই ছবি আরজি করের ঘটনার কারণে।