কদিন আগেই থাইল্যান্ডে ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন টলিউড দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর এবার ফের বুধবার সকলে শহর ছাড়লেন দম্পতি। আর শুধু শহরই ছাড়লেন না, এবারেও গন্তব্য বিদেশ। চলেছেন তাঁরা দুবাইতে। এয়ারপোর্ট থেকে ছবি-ভিডিয়োও শেয়ার করে নিলেন নায়িকা।
অরেঞ্জ রঙের ওয়ান পিস পরেছিলেন শুভশ্রী। ছাড়া চুল। কানে স্টেটমেন্ট ইয়াররিং। সঙ্গের ব্যাগটি কিন্তু বেশ দামি। একেবারে প্রমিয়াম ডিজাইনার কালেকশন। louis vuitton ব্র্যান্ডের এই ব্যাগটির দামে শুনলে নিঃসন্দেহে যে কারও চোখ কপালে উঠবে। এখানেই শেষ নয়, এবারে অভিনেত্রীকে দেখা গেল বিমানের বিজনেস ক্লাসে। কলকাতা থেকে দুবাই বিজনেস ক্লাসে চড়ে যাত্রা করতেও, বেশ মোটা অঙ্কের টকাই খরচ করতে হয়েছে।
আরও পড়ুন: নায়ক বদল করেও লাভ হল না, থামতে চলেছে জলসার অন্যতম জনপ্রিয় মেগা, শনিবার শেষ শ্যুট
রাজও কিন্তু স্টাইলিংয়ে বেশ টক্কর দিলেন শুভশ্রীকে। তিনি পরেছিলেন কালো টি-শার্টের সঙ্গে কালো লেদার জ্যাকেট। চোখেও ছিল তাঁর কালো ফ্রেমেরই রোদচশমা।
চলুন এবার বরং জেনে নেওয়া যাক শুভশ্রীর ব্যাগের দাম। । louis vuitton-এর এই ব্যাগটির নাম দেখাচ্ছে তাদের সাইটে ‘Neverfull GM’। আর দাম দেখাচ্ছে ১ লাখ ৫৮ হাজার টাকা।

সঙ্গে আপনিও যদি এভাবে শুভশ্রীর মতো আরামে, বিশাল বড় লেগ স্পেস নিয়ে বিজনেস ক্লাসে চড়ে কলকাতা থেকে দুবাই যাত্রা করতে চান, তাহলে আপনার খরচ পড়বে ৫০ হাজার থেকে ১ লাখ পর্যন্ত।
আরও পড়ুন: বিয়ের পর রুবেল-শ্বেতার রিসেপশন কার্ডও এল সামনে, কোথায় হচ্ছে দু'জনের বউভাত?
কাজের সূত্রে, বর্তমনে হলে চলছে সন্তান। যা প্রযোজনা করেছে এসভিএফ। বহুবছর পর বাংলার প্রথম সারির এই প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেন রাজ চক্রবর্তী। ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে রাজ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুসূয়া মজুমদাররা। এছাড়াও এই সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন অহনা। ছবিতে কেমিও করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
আপাতত রাজের পরিচালক শুধু পরিচালক বা প্রযোজক নয়। তিনি পা রেখে ফেলেছেন রাজনীতির ময়দানেও। তৃণমূল সরকারের টিকিটে ভোটে জিতে তিনি ব্যারাকপুরের বিধায়ক। ফলে কাজের ব্যস্ততা খুবই। তবে সবের মধ্যে পরিবারের সঙ্গে সময় কাটাতে ভোলেন না। এই ট্রিপে ইউভান ও ইয়ালিনির ছবি পাওয়া গেল না যদিও। তবে ছিলেন কাছের বন্ধুরা। খুব সম্ভবত পারিবারিক ট্রিপই হতে চলেছে।