কথাতেই আছে, 'যিনি রাঁধেন, তিনি তো চুলও বাঁধেন…।' কথাটা হয়ত শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে ভীষণভাবেই সত্যি। এই মুহূর্তে যিনি চুটিয়ে সংসার করছেন, দুই সন্তানের মা হিসাবে দায়িত্বও পালন করছেন, আবার অভিনয়টাও করছেন। সম্প্রতি বর্ধমানে শো করতেও গিয়েছিলেন শুভশ্রী। সেখানে জমিয়ে পারফর্ম করতেও দেখা গেল তাঁকে।
টলি অনলাইনের সোশ্যাল মিডিয়া পেজে শুভশ্রীর বর্ধমানের শোয়ের কয়েকটি ভিডিয়ো উঠে এসেছে। একটিতে অভিনেত্রীকে শুরুতেই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে। এরপরই তিনি বলেন, ‘আমি বর্ধমানের মেয়ে, আমি নিজের বাড়িতে এসেছে, জন্মভূমিতে এসেছি…।’ পরে স্টেজে সঞ্চালককে তাঁর উদ্দেশ্যে বলতে শোনা গেল, ‘তুমি নিশ্চয় জানো বর্ধমান মানেই মিহিদানা, আর তার সঙ্গে সীতাভোগ।’ এর সঙ্গেই অভিনেত্রী জুড়েদেন 'এবং তার সঙ্গে শুভশ্রী'। এদিকে এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই আরও একটা নাম জুড়ে দিয়েছেন নেটিজেনরা। তাঁরা আবার লিখেছেন, ‘এবং তার সঙ্গে অঙ্কুশ’।
আবার বর্ধমানের শোতেই 'মালা রে' গানে এক অনুরাগীর সঙ্গে জমিয়ে নাচতে দেখা যায় শুভশ্রীকে। এই ভিডিয়োর নিজেও বহু নেটিজেন কমেন্ট করেছেন। একজন আবার শুভশ্রীর সঙ্গে দেবের নাম টেনে এনে লিখেছেন, ‘সবই ঠিক আছে যদি প্রাক্তন প্রেমিক দীপক অধিকারী (দেব) থাকলে আরো ভালো হতো’। কেউ আবার প্রশ্ন করেছেন, 'কবে আবার নায়িকা থেকে গায়িকা হয়ে গেলেন?'
আরও পড়ুন-দেব ও শিবপ্রসাদের ফ্যানক্লাবের ঝগড়া, অশালীন আক্রমণ নিয়ে এবার সরব স্বস্তিকা, কী মত তাঁর?
এদিকে এই মুহূর্ত শুভশ্রী গঙ্গোপাধ্যায় অবশ্য কলকাতায় নেই। বুধবার কলকাতা বিমানবন্দর থেকে হাবি রাজের সঙ্গে ছবিও দিয়েছেন অভিনেত্রী।যেখানে তাঁকে louis vuitton ব্র্যান্ডের ব্য়াগ নিয়ে বিমানের বিজনেস ক্লাসে চড়ে যাত্রা করতে দেখা গিয়েছে। অন্যদিকে কদিন আগেই থাইল্যান্ডে ছুটি কাটিয়ে কলকাতায় ফিরেছেন টলিউড দম্পতি রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আবার মাঝে বর্ধমানে নিজের দেশের বাড়ি আবার হালিশহরে শ্বশুরবাড়িতে গিয়েও সময় কাটিয়ে এসেছেন শুভশ্রী। আর এবার তাঁদের গন্তব্য কোথায়? জানা যাচ্ছে এবার রাজ-শুভশ্রী যাচ্ছে দুবাই বেড়াতে। এয়ারপোর্ট থেকে ছবি-ভিডিয়োও শেয়ার করে নিলেন নায়িকা। গন্তব্যে পৌঁছেও যে তাঁরা ছবি দেবেন তার আশাতেই রয়েছেন অনুরাগীরা।