প্রত্যেক বছরই ছেলের জন্মদিন বেশ ঘটা করেই পালন করেন রাজ-শুভশ্রী। এই বছরও তার অন্যথা হল না। ১২ সেপ্টেম্বর ছেলে ইউভানের জন্মদিন সেলিব্রেট করেছেন টলিপাড়ার জনপ্রিয় এই তারকা দম্পতি। আর এবার ইউভানের জন্মদিনে বিশেষ চমক হিসাবে ১০ মাসের মেয়ে ইয়ালিনির মুখ প্রথমবার প্রকাশ্যে এনেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর সেই ছবি সামনে আসা মাত্রই ছোট্ট ইয়ালিনিকে আদরে ভরিয়েছে নেটপাড়া। ইয়ালিনিকে দেখে বেশিরভাগ নেটজনতারই তাই এক কথা, ‘এটা তো বেবি ডল’।
এবার শুভশ্রীর ফ্যানক্লাবের সোশ্যাল মিডিয়ায় উঠে এল ইউভানের ৪ বছরের জন্মদিন সেলিব্রেশনের মুহূর্ত…। যে ভিডিয়োতেই স্পষ্ট এবার ইউভানের জন্মদিন সেলিব্রেশনের থিমই ছিল স্পাইডার ম্যান। লাল রঙের স্পাইডারম্যান থিমেরই কেক হাজির ছিল রাজ-শুভশ্রী পুত্রের জন্য। ভিডিয়োতে দেখা যাচ্ছে, একহাতে কোলে থাকা ইয়ালিনিকে ধরে, অপর হাতে ইউভানের জন্মদিনের কেক, ছেলের সঙ্গে হাত মিলিয়ে কাটছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দাদার জন্মদিনে ইয়ালিনির পরনে ছিল নীল রঙের ফ্রক। জুল জুল করে গোল গোল চোখে এদিক ওদিক তাকাতে দেখা গেল তাকে। সেলিব্রেশনে হাজির ছিল ইউভানের বন্ধুরা। শুভশ্রীর চোখে-মুখে এদিন ছিল মাতৃত্বের তৃপ্তির ছাপ।
দুই পুত্র-কন্য়া নিয়ে শুভশ্রীর এই ভিডিয়োতে কমেন্টের বন্যা বইয়ে দিয়েছে নেটপাড়ার নাগরিকরা। অনেকেই যেমন ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আবাক কেউ ছোট্ট ইয়ালিনির নিষ্পাপ সুন্দর মুখের প্রশংসা করেছেন। কেউ আবার শুভশ্রীকে দশভূজার তকমা দিয়ে লিখেছেন, ‘এইজন্যই বলে মেয়েরা দশভূজা, দুইহাতে দুই সন্তানকে সামলাচ্ছেন মা শুভশ্রী…’। আরও অনেক কমেন্ট উঠে এসেছে।
প্রসঙ্গত, ইউভানের জন্মদিনে দাদা আর বোনের দুটো মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথম ছবিতে বোনকে কোলের কাছে টেনে নিতে দেখা যাচ্ছে ইউভানকে। ইয়ালিনিকে মাথার উপর রয়েছে ইউভানের মুখ। আর ইয়ালিনির জামায় লেখা ‘দ্য কিউটেস্ট’। আর দ্বিতীয় ছবিতে ইয়ালিনিকে হামাগুড়ি দিতে দেখা যায়।
শুভশ্রীর এই পোস্টে ইন্ডাস্ট্রির বহু সহকর্মীকেই কমেন্ট করতে দেখা যায়। কোয়েল মল্লিক লেখেন, ‘হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থ ডে প্রিয় ইউভান’। সুদীপ্তা চট্টোপাধ্যায় লিখলেন, ‘কী মিষ্টি… দু দুটো পুতুল’। অভিনেত্রী শ্রুতি দাস লিখলেন, ‘বাবা অবশেষে অপেক্ষার অবসান হল। হ্যাপি বার্থ ডে ইউভান। আর অনেক ভালোবাসা ইয়ালিনি তোমাকে’। লহমা ভট্টাচার্য লিখলেন, ‘দিনের শুরু করতে এর থেকেমিষ্টি ছবি হয় না… হ্যাপি বার্থ ডে ইউভান’। অভিনেত্রী শ্রীমা লিখলেন, ‘ওহ ওহ মাই… কী মিষ্টি! হ্যাপি বার্থ ডে ইউভান’। পার্নো মিত্র লিখলেন, ‘সকাল সকাল কী মিষ্টি। শুভ জন্মদিন ইউভান’। এমনই আরও অনেক মন্তব্য় ও শুভেচ্ছা বার্তা হাজির ছিল দুই ভাইবোন ইউভান ও ইয়ালিনির জন্য।