টলিপাড়ার সুপার-মম শুভশ্রী। কেরিয়ার-সন্তান সবটা ব্যালেন্স করে চলেন রাজ ঘরণী। ছেলে-মেয়ে নিয়ে ভরা সংসরা রাজশ্রীর। বাবলি-র পর এখনও নতুন ছবির কাজে হাত দেননি নায়িকা। তবে রাজ ব্যস্ত হিন্দির ‘পরিণীতা’ নিয়ে। সোশ্যাল মিডিয়াতে বরাবরই প্রচণ্ড অ্যাক্টিভ শুভশ্রী। ছেলে-মেয়ের সঙ্গে কাটানো নানান মুহূর্ত তুলে ধরেন ইনস্টায়। আরও পড়ুন-ইন্দ্রদীপের ছবিতে ফের শুভশ্রী! জুটি বাঁধলেন কার সঙ্গে?
শনিবার রাতে ছেলে ইউভানের মিষ্টি ভিডিয়ো আপলোড করেন নায়িকা। সেখানে দেখা গেল স্পাইডারম্যানের পোশাক পরে শুভশ্রী-পুত্র। খাবার টেবিলে বসে খেলতে ব্যস্ত সে। সামনেই দীপাবলি, আর আলোর উৎসব মানেই চারিদিকে আতসবাজির ঝলকানি। কিন্তু ছোট বয়স থেকেই ছেলেকে জীবনের পাঠ দিচ্ছেন অভিনেত্রী। বাজি পরিবেশ দূষণের কারণ, পাশাপাশি শব্দবাজি সারমেয়দের জন্য ক্ষতিকর। এই ব্যাপারটি ছেলেকে শেখাচ্ছিলেন নায়িকা। কিন্তু এমনটা করতে গিয়ে কটাক্ষের মুখে পড়তে হল তাঁকে।
এই প্রথম নয়, আগেও বহুবার ছেলেকে শিক্ষা দিতে গিয়ে ট্রোল হয়েছেন শুভশ্রী। কখনও ইংরাজিতে কথোপকথনের জন্য, কখনও ভুল ইংরাজি বলার জন্য। এইবার ভুল উচ্চারণের জন্য বিদ্রুপের মুখে রাজ ঘরণী। পটাকাকে বারবার ‘ফটাকা’ বলে বসেন শুভশ্রী, সেই নিয়েই হাসির খোরাক তিনি।
ভিডিয়োতে শুভশ্রী ছেলেকে ইংরাজিতে প্রশ্ন করেন, ‘ইউভন ফটাকা ইজ নট গুড ফর…’। ছেলে জবাব দেয়, ‘হেলথ’। শুভশ্রী তাকে জানায়, ‘ফর দ্য এনভায়রনমেন্ট’ (পরিবেশের জন্য)। ডগসদের কী হয় জানতে চাইলে চার বছরের খুদে জানায়, ‘ডগসরা ভয় পায়’। এরপরই ছেলেকে শুভশ্রী বলেন, ‘বলে দাও নো ফটাকা প্লিজ’। মায়ের শেখানো বুলি আওড়ায় ইউভানও।
এরপরই ট্রোলরারা রে রে করে উঠে। একজন লেখেন, ‘ফটাকা আবার কী? উফ পটাকা উচ্চারণ করতে পারে না’। আরেক নেটিজেন লেখেন, ‘বিষয়টা সত্যি হাস্যকর, নিজেই জানে না ছেলেকে ভুল শেখাচ্ছে’।
পটাকা শব্দটি বাংলায় আজকাল প্রচলিত হলেও এটি মূলত হিন্দি শব্দ যা ফায়ারক্র্যাকারকে বোঝায়। বাংলায় আতসবাজি বা চলতি কথায় বাজি অর্থ পটাকা। আরও পড়ুন-ফিরছে ডান্স বাংলা ডান্স! অডিশন শুরু, বিচারকের আসনে শুভশ্রী-মৌনিরা, দেব থাকছেন
বক্স অফিসে শুভশ্রীর শেষ রিলিজ ছিল বাবলি। যা মুক্তি পায় গত অগস্টে। খবর, বিসমিল্লাহ-র পর ইন্দ্রদীপ দাশগুপ্তর আগামী ছবিতে ফের থাকছেন শুভশ্রী। ছবিতে জিতু কমলের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং জিতু কমল ছাড়াও সেই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে রুদ্রনীল ঘোষ, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়কে। আগামী মাস অর্থাৎ নভেম্বর থেকেই এই ছবির শ্যুটিং শুরু হবে। কলকাতাতেই হবে ছবির শ্যুটিং, এমনটাই জানা গিয়েছে।