সিনেমার পাশাপাশি ওয়েব সিরিজের জনপ্রিয়তা মানুষের মধ্যে ভীষণ, সে কথা মাথায় রেখেই তাই এখন বহু বড় মাপের অভিনেতা অভিনেত্রী বড় পর্দায় কাজ করার পাশাপাশি ওয়েব সিরিজেও সমানভাবে কাজ করছেন। হইচই ডিজিটাল প্লাটফর্মে শুভশ্রীর ‘ইন্দুবালা ভাতের হোটেল’ যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল, তা থেকে এই কথা স্পষ্ট ওয়েব সিরিজের প্রতি মানুষের আগ্রহ প্রবল।
এবার আসতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের নতুন সিরিজ ‘অনুসন্ধান’। অদিতি রায় পরিচালিত এই সিরিজে একজন সাংবাদিকের ভূমিকা অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে। জেলে ঘটে যাওয়া মহিলাদের সঙ্গে ঘটে যাওয়া অত্যাচারের কিনারা করবেন তিনি। কেন পুরুষ না থাকা সত্বেও জেলে একের পর এক মহিলা বন্দি গর্ভবতী হয়ে যাচ্ছেন, সেই রহস্যের কিনারাই করবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত চরিত্রটি।
আরও পড়ুন: রবিনা ট্যান্ডনের আমন্ত্রণ ঋতুপর্ণাকে, নতুন কিছু কী শুরু হতে চলেছে?
আরও পড়ুন: 'আমার প্রিয় মাথাব্যথা...', অভিনব কায়দায় যশকে জন্মদিনের শুভেচ্ছা নুসরতের
কিছুদিন আগেই এই সিরিজের কথা ঘোষণা করা হলেও এবার ঘোষণা করা হলো সিরিজ মুক্তির তারিখ। আগামী ৭ নভেম্বর হইচই ডিজিটাল প্লাটফর্মের পর্দায় দর্শকরা দেখতে পাবেন শুভশ্রীর নতুন এই সিরিজটি।
শুভশ্রী ছাড়া এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়, সাগ্নিক চট্টোপাধ্যায়, সৌম্য বন্দ্যোপাধ্যায়, অরিজিতা মুখোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, স্বাগতা মুখোপাধ্যায় এবং অরিত্র দত্ত বণিককে। সব মিলিয়ে এই সিরিজে একেবারে অন্যরকম একটি স্টারকাস্ট দেখতে পাবেন দর্শকরা।
আরও পড়ুন: 'একলা বসে থাকলেই মনে হয় বাবা...', অভিষেককে কেন মিস করেন না সাইনা?
আরও পড়ুন: ‘অনেকদিন পর’ প্রযোজনায় প্রসেনজিৎ, নতুন ছবিতে কোন গল্প বুনবেন সৌরভ?
‘অনুসন্ধান’ সিরিজের চিত্রনাট্য লিখেছেন সম্রাজ্ঞী বন্দোপাধ্যায়। এই সিরিজের হাত ধরে বহু বছর পর ক্যামেরার সামনে এসে দাঁড়াতে দেখা যাবে অরিত্রকে। বহু বছর পর আবার একেবারে অন্যরকম একটি চরিত্র নিয়ে আসতে চলেছেন তিনি। ২০২৩ সালে দেবালয় ভট্টাচার্য পরিচালিত ‘ইন্দুবালা ভাতের হোটেলে’ যেভাবে নিজেকে মেলে ধরেছিলেন শুভশ্রী, সেই ম্যাজিকই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।