যে রাঁধে সে চুল ও বাঁধে- এই কথাটা এক্কেবারে প্রযোজ্য অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্য। একদিকে যেমন তিনি নায়িকা, অন্যদিকে সাধিকাও। শুভশ্রী যে ভীষণভাবে ধর্মপ্রাণ মানুষ তা তাঁর ভক্তদের অজানা নয়। কালীপুজোয় নিজের বাপের বাড়িতে হাজির ছিলেন অভিনেত্রী। এই প্রথম ইউভান মামার বাড়ির কালীপুজো দেখলো। শুভশ্রী এদিন শুধু হাজির থাকলেন না নয়, মায়ের পুজোয় অংশ নিলেন এই টলি সুন্দরী।
বাড়ির পুজোর ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নায়িকা, যে ভিডিয়ো দেখেে মন ভরে যাচ্ছে নেটিজেনদের। শুভশ্রীর শেয়ার করা ভিডিয়োয় দেখা গেল লাল পাড় সাদা শাড়িতে সেজে মায়ের পুজোয় বসেছেন অভিনেত্রী। সঙ্গে গা ভর্তি সোনায় গয়না, ফুলের মালায় জড়ানো খোঁপা- শুভশ্রী সীমন্তিনী রূপ থেকে চোখ ফেরানো দায়! পুরোহিতের নির্দেশ মেনে চলছেন অক্ষরে অক্ষরে। দু-হাতে মাটির সরা,মাথায় গামছা নিয়ে কালী পুজোর আচার-বিধি পালন করছেন গঙ্গোপাধ্যায় পরিবারের ছোট মেয়ে।
নেটিজেনদের অনেকে উল্লেখ করেছেন, কালীপুজোর এই নিয়মকে ‘ধূনা পোড়ানো’ বলা হয়। শুভশ্রীর এই রূপ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। একজন লেখেন- ‘তুমি সত্যিকারের বাঙালি,অভিনয় থেকে বাড়ি পর্যন্ত তুমি বাঙালির কালচার ধরে রেখেছ, স্বাভাবিক চালচলন খুবই ভালো লাগে।’ শুভশ্রীর এক ভক্ত লেখেন- ‘এই ভিডিও টা দেখে সত্যি কেন যে চোখে জল চলে এলো বুঝলাম না, আমার দিদি সব দিক থেকে সেরা’। অপর এক নেটিজেন লেখেন- ‘তুমি কী সুন্দর নিয়ম করে সব করছ। খুব ভালো লাগছে দেখতে। ঘরে বাইরে সব কিছুতেই সেরা।’
দুর্গাপুজোয় দশমীর দিন বাপের বাড়ি হাজির হয়েছিলেন শুভশ্রী। সেখানেই মা-কে বরণ করতে দেখা গিয়েছিল। কালীপুজোয় আবারও বর্ধমান ছুটে এসেছেন। হাজারো ব্যস্ততার মধ্যেই প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ভোলেন না অভিনেত্রী।
প্রসঙ্গত, বক্স অফিসে শুভশ্রীর শেষ রিলিজ ছিল ‘বৌদি ক্যান্টিন’। খুব শীঘ্রই নায়িকা শুরু করছেন নতুন ইনিংস। ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর সঙ্গে ওটিটি প্ল্যাটফর্মে ডেবিউ হচ্ছে নায়িকার। দেবালয় ভট্টাচার্যের এই সিরিজে ৭৫ বয়সী প্রৌঢ়ার চরিত্রে দেখা যাবে এই টলি সুন্দরীকে।