ইউভান ও ইয়ালিনি, টলিপাড়ার এই দুই তারকা সন্তানের নেটদুনিয়ায় জনপ্রিয়তা কিছু কম নয়। এই দুই ‘রাজপুত্র’, ‘রাজকন্যার’ ছবি নেটপাড়ায় উঠে আসা মাত্রই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি নিজের ইনস্টাস্টোরিতে দুই ভাইবোনের একসঙ্গে ব্রেকফাস্ট করার ছবি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
কী আছে শুভশ্রী পোস্টে?
শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর আদরের ছেলেমেয়ে যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে একসঙ্গে প্রাতঃরাশ সারছে ছোট্ট ইউভান ও ইয়ালিনি। ছবিতে প্রিয় স্পাইডার ম্যান টি-শার্ট পরে খাবার টেবিলের সামনে চেয়ারে বসেছে ইউভান। আর ইয়ালিনি দূর থেকেই নিজের 'বেবি সিটিং' চেয়ারে দাঁড়িয়ে সেটা দেখছে। তার টেবিলে রাখা শুধুই একটা লাল রঙের জলের বোতল। আর ইউভানের সামনে রাখা দুটি প্লেটের একটিতে সাদা রঙের কোনও একটা খাবার দেখা যাচ্ছে। যেটি এক ঝলক মোমো বলেই মনে হচ্ছে। কিংবা কোনও ফলের টুকরোও হতে পারে। যদিও ছবিতে সেটা খুব একটা স্পষ্ট নয়। অন্য প্লেটে রাখা ওমলেট। যদিও ইয়ালিনির ব্রেকফাস্টের মেনুতে কী ছিল সেটা দেখা যায়নি।

মাঝে মধ্যেই ইউভান-ইয়ালিনির নানান সুন্দর মুহূর্ত, ভাইবোনের বন্ধুত্ব, খুনসুটি সহ নানান কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে রাজ-শুভশ্রীকে। আর কাজের ফাঁকে পুরো সময়টাই ছেলেমেয়ের সঙ্গেই কাটানোর চেষ্টা করেন তারকা দম্পতি।
সম্প্রতি বাংলা ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগে রিহার্সালেও বাবা-মায়ের হাত ধরে পৌঁছেছিল এই দুই খুদে। সেখান থেকেও ছোট্ট এই দুই শিশুরও বেশকিছু মুহূর্ত উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে ইউভানের জন্ম দিয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর দ্বিতীয় সন্তান ইয়ালিনির জন্ম হয় ২০২৩ সালে। বর্তমানে ইউভানের বয়স ৪+। আর ইয়ালিনি এখন ১+। এই ভাইবোনের বয়সের ফারাক মাত্র ৩ বছর ২ মাসের।
এর আগে রাজ চক্রবর্তী অবশ্য সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, তাঁরা আগেই দুই সন্তানের মধ্যে ৩ বছরের ব্যবধান রাখার পরিকল্পনা করেছিলেন। অর্থৎ পরিকল্পনা মাফিকই জন্ম হয়েছে ইয়ালিনির।
কাজের ক্ষেত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শীঘ্রই সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘লহ গৌরাঙ্গ নাম রে’তেও বিনোদিনী হিসেবে দেখা যাবে। তাঁর হাতে রয়েছে আরও একটি হল পিরিয়ড ড্রামা, পরিচালক শুভ্রজিৎ মিত্রের পরবর্তী ম্যাগনাম অপাসে ‘রায়বাঘিনী ভবশঙ্করী’। এছাড়াও দেবালয় ভট্টাচার্যের ভূতের ছবির নায়িকা হতে চলেছেন তিনি।