বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree-Ankush: 'ধক লাগে...' আচমকাই বন্ধু অঙ্কুশের পিঠ চাপড়ে দিলেন শুভশ্রী, কেন?

Subhashree-Ankush: 'ধক লাগে...' আচমকাই বন্ধু অঙ্কুশের পিঠ চাপড়ে দিলেন শুভশ্রী, কেন?

আচমকাই বন্ধু অঙ্কুশের পিঠ চাপড়ে দিলেন শুভশ্রী

Subhashree-Ankush: বন্ধুর পাশে এসে দাঁড়ালেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অঙ্কুশের সমর্থনে কী লিখলেন অভিনেত্রী?

সদ্যই মুক্তি পেয়েছে কুরবান। ২৪ নভেম্বর বগলা মামা যুগ যুগ জিও, মানুষ, একটু সরে বসুন ছবিগুলোর সঙ্গে এসেছে কুরবান। কিন্তু এত ছবির ভিড়ে এই ছবিটি দেখতে নাকি একদমই লোক আসছে না। আর সেই কথা জানিয়েছেন স্বয়ং অঙ্কুশ হাজরা, অর্থাৎ এই ছবির অভিনেতা এবং প্রযোজক। বন্ধু এই কথা বলার পর তাঁর পাশে এসে দাঁড়ালেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

কী লিখলেন অঙ্কুশ হাজরা?

অঙ্কুশ একটি পোস্ট করে এদিন স্পষ্ট করে জানিয়ে দেন হলে একদমই লোক হচ্ছে না। মাছি উড়ছে। তবুও যাঁরা আসছেন ছবি দেখতে তাঁদের যদি ছবিটি ভালো লাগে তাঁরা যেন সেটা আরও পাঁচজনকে বলেন।

আরও পড়ুন: দীর্ঘদিন ট্রোল্ড না হলে অস্বস্তিতে ভোগেন ঋদ্ধি! বললেন, 'আমি তো খোঁজ খবর নিই যে...'

আরও পড়ুন: শাহরুখের সঙ্গে কাজ করে স্বপ্ন সফল ভিকির, বললেন, 'এবার বুঝছি কেন ওঁকে বাদশা বলে সবাই'

অঙ্কুশ তাঁর পোস্টে লেখেন, 'ভীষণই কম সংখ্যক মানুষ কুরবান দেখতে হলে যাচ্ছেন। সত্যটা মানতে একদমই লজ্জা নেই। তবে চারিদিকে ছবিটা নিয়ে ভালো রিভিউ পাচ্ছি। যেকজন মানুষ হলমুখী হচ্ছেন, তাঁদেরও যদি ভালো লেগে থাকে, সবাইকে বলবেন যেতে। না, বাংলা ছবির পাশে দাঁড়াতে অনুরোধ করছি না। শুধু ভালো লাগলে আশেপাশের মানুষকে জানাবেন। না মানে আপনারা ছাড়া কাকে অনুরোধ করব বলুন। আপাতত প্রেক্ষাগৃহে যে মাছিগুলো উড়ছে, তাদেরকে তো আর বোঝাতে পারব না। যাইহোক ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে ২০২৪-এ কোনও এক সবথেকে বড় উৎসবে মির্জা নিয়ে।'

শুভশ্রী এদিন কী বললেন বন্ধুর জন্য?

অঙ্কুশের এই সাহস দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন শুভশ্রী। তাঁর ছবি চলছে না যে সেটা এভাবে বলায় তাঁকে বাহবা দেন রাজ-পত্নী। তিনি এদিন অঙ্কুশের পোস্টের স্ক্রিনশট তুলে সেটা পোস্ট করে লেখেন, 'ধক লাগে, তোকে নিয়ে আমি গর্বিত অঙ্কুশ।' এরপর তিনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, 'যাঁদের মুভিটা ভালো লেগেছে তাঁরা বাকিদের বলুন। এই ছবিটা নিয়ে লিখুন।'

<p>শুভশ্রীর পোস্ট</p>

শুভশ্রীর পোস্ট

প্রসঙ্গত আর কয়েকদিন বাকি। তারপরই শুভশ্রী দ্বিতীয়বার মা হতে চলেছেন। তাঁর এবং রাজের বাড়িতে আসছে নতুন সদস্য। ইতিমধ্যেই ৯ মাসের সাধ খেয়ে ফেলেছেন নায়িকা। তবে দ্বিতীয়বারের এই প্রেগনেন্সিতে মোটেই বসে থাকেননি অভিনেত্রী, বরং অ্যাক্টিভ লাইফস্টাইল মেনটেন করেছেন। জিম থেকে যোগব্যায়াম, শুটিং সব কিছুই করেছেন তিনি। ছড়িয়েছেন নতুন বার্তা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

মহাকাশেই ভিন্ন হবে উপগ্রহের যন্ত্রাংশ, জোড়াও লাগবে মহাশূন্যে, প্রস্তুত ইসরো ‘ভয় পাচ্ছেন মমতা…’ কার্নিভাল বয়কট বিজেপির, জামিন পেয়ে যেত সঞ্জয়, দাবি শুভেন্দুর কোজাগরী লক্ষ্মীপুজোর ফর্দে এই সামগ্রীগুলি ভুলে যাচ্ছেন না তো! চোখ রাখুন তালিকায় আপনাদেরও DA বাড়ছে! ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০২৪ সাল শেষ হওয়ার আগেই ঢুকবে টাকা? Ranji Trophy: উত্তর প্রদেশের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলেও বাংলার ঝুলিতে ৩ পয়েন্ট দ্বিতীয় টেস্টে ফিরছেন স্টোকস, বাবরের জায়গায় নবাগতর ওপর বাজি পাকিস্তানের ‘কার্নিভালের মঞ্চে মাইক হাতে নাচবেন…’, পুজো কার্নিভাল নিয়ে মমতাকে কটাক্ষ মানসীর আগের অধিনায়কদের পথেই হাঁটলেন সূর্যকুমার, নেটদুনিয়ায় ভাইরাল ছবি গভীর রাতে বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে খুন, সবকিছু লুটপাট করে পালাল দুষ্কৃতীরা মহিলা টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া, আত্মতুষ্টিতে নারাজ অধিনায়ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.