বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree-Yaalini: ‘তিন বছর পর যমজ বাচ্চার জন্ম দিয়েছি’, কেন ইয়ালিনির মুখ দেখাচ্ছেন না শুভশ্রী?

Subhashree-Yaalini: ‘তিন বছর পর যমজ বাচ্চার জন্ম দিয়েছি’, কেন ইয়ালিনির মুখ দেখাচ্ছেন না শুভশ্রী?

‘তিন বছর পর যমজ বাচ্চার জন্ম দিয়েছি’, কেন ইয়ালিনির মুখ দেখাচ্ছেন না শুভশ্রী?

Subhashree-Yaalini: ছেলের জন্মের দিনই ছবি প্রকাশ্যে এনেছিলেন শুভশ্রী। মেয়ের বয়স ৯ মাস, তবুও ইয়ালিনির ছবি পোস্ট করেননি নায়িকা। কেন এমন সিদ্ধান্ত? অবাক করা জবাব রাজ ঘরণীর। 

কেরিয়ারের শীর্ষে থাকাকালীনই মা হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন শুভশ্রী। সেইমতো বিয়ের পরপরই পুত্র সন্তানের জন্ম দেন শুভশ্রী। ছেলের বয়স যখন সবে দু-বছর, তখনই ফের অন্তঃসত্ত্বা হন নায়িকা। জানিয়েছিলেন, পরিকল্পনা করেই দ্বিতীয়বার মা হচ্ছেন তিনি। ছেলে-মেয়েকে নিয়ে ভরা সংসার রাজ-শুভশ্রীর। আরও পড়ুন-'ইউভানের যেন মনে না হয় বোন আসার পর ওকে অবহেলা করছি', কেরিয়ার নয়, মাতৃত্বকেই বাছলেন শুভশ্রী

ইউভানের জন্মের দিনই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন শুভশ্রী। এরপর থেকে ইন্টারনেট সেনসেশন রাজ-পুত্র। সইফিনা পুত্র তৈমুরের সঙ্গে চলে তাঁর তুলনা। অথচ মেয়ের ক্ষেত্রে একদম উলটো পথে হেঁটেছেন তারকা দম্পতি। গত নভেম্বরে জন্ম হয়েছে ইয়ালিনির। এখন খুদের বয়স প্রায় ৯ মাস। মাঝেমধ্যে মেয়ের মিষ্টি ঝলক শেয়ার করলেও এখনও মেয়ের মুখ দেখাননি তাঁরা। কিন্তু মেয়ের ক্ষেত্রে কেন এমন সিদ্ধান্ত?

অবাক করা জবাব দিলেন শুভশ্রী! আপতত বাবলির প্রচারে ব্যস্ত নায়িকা। ইয়ালিনির মুখ দেখানো নিয়ে কেন অনীহা? রাজ ঘরণী এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী বলেন, ‘আসলে ওরা পুরো যমজ! তিন বছর পর আমি যমজ বাচ্চার জন্ম দিয়েছি। দুজনকে (ইউভান ও ইয়ালিনি) অবিকল একদম এক দেখতে। আমরা অপেক্ষা করছি কবে ওর চুল বাড়বে, ইয়ালিনিরও পুরো কোঁকড়ানো চুল ইউভানের মতো। অবিকল ইউভানের মুখ বসানো, আমি যদি ছবি দিই সবাই ভাববে আমি ইউভানের ছবিই দিয়েছি’।

হ্যাঁ, ইয়ালিনিকে নাকি একদম দাদার মতোই দেখতে! শুভশ্রী এই কথা শুনে খুদেকে দেখার ইচ্ছা আরও প্রবল হল ভক্তদের মধ্যে। এখন কেরিয়ার নয়, মাতৃত্বই শুভশ্রীর জীবনের মূল প্রায়োরিটি। ইউভান-ইয়ালিনির মধ্যে যেন সিবলিং রাইভালরি তৈরি না হয়, সেই দিকে যত্নবান তিনি। বাবলির প্রমোশনের ফাঁকে মুখ খুললেন সেই নিয়ে। ছেলেমেয়ের মনস্তত্ব বুঝতে রীতিমতো পড়াশোনা করছেন অভিনেত্রী। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেছেন, ‘বাচ্চাদের মনস্তত্ব বুঝতে আমি বই পড়ছি। উপলব্ধি করেছি ইয়ানিলির জন্মের পর ইউভানকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। কারণ ওর মধ্যে অনুভূতিগুলো তৈরি হয়ে গেছে। ওর যেন মনে না হয় বোন আসার পর ওকে অবহেলা করা হচ্ছে।’

২০২০ সালে বাবলির স্বস্ত্ব কিনেছিলেন প্রযোজক রাজ। এরপরই সন্তানসম্ভবা হয়ে পড়েন শুভশ্রী। ঠিক ছিল প্রথম সন্তানের জন্মের পরই এই ছবির কাজে হাতে দেবেন শুভশ্রী। কিন্তু করোনাকালে ধর্মযুদ্ধ, হাবজি-গাবজির মতো ছবির কাজ আটকে যাওয়ায় তেমনটা সম্ভব হয়নি। বাবলির চেহারা বেশ ভারী, তাই সন্তানের জন্ম দেওয়ার পর এই ছবির শ্যুটিং করাটা অধিক শ্রেয় মনে হয়েছিল শুভশ্রীর। ইয়ানিলির জন্মের পর তাই চটপট কাজ শুরু করেন। ইউভানের জন্মের পর ওজন অনেকটা বাড়লেও দ্বিতীয়বার মা হওয়ার পর আচমকাই ওজন কমতে শুরু করেছিল শুভশ্রীর। রাজ নাকি রীতিমতো হুঁশিয়ারি দেন নায়িকাকে। এরপর খেয়েদেয়ে ১০ কেজি ওজন বাড়িয়ে বাবলির শ্যুটিং করেছেন শুভশ্রী। বাবলিতে প্রথমবার দর্শক দেখবে আবির-শুভশ্রী জুটি। আগামী ১৫ই অগস্ট মুক্তি পেতে চলেছে এই ছবি।

 

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.