রবিবার এক বছর পূর্ণ করল রাজ-শুভশ্রী পুত্র ইউভান। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ার নয়নের মণি রাজ-পুত্র। রবিবার ঘরোযা আয়োজনে পালিত হয়েছে ইউভানের জন্মদিন। এদিন রাজ-শুভশ্রীর বাড়িতে আয়োজন করা হয়েছিল শ্রীকৃষ্ণ সংকীর্তন। সেখানে অংশ নেন জিত গঙ্গোপাধ্যায়সহ তারকা জুটির কাছের বন্ধুরা। বাবা-মায়ের সঙ্গে দোতলা কেকও কাটে ইউভান। বার্থ ডে বয়-কে ঘিরে এদিন উন্মাদনার শেষ ছিল না।
দাদা, দিদিরা ছোট্ট ভাইকে নিয়ে একগুচ্ছ ছবি তুলেছে। হু হু করে ভাইরাল হয়েছে ইউভানের সেই সকল ছবি। এদিন ইউভান ভেসেছে রাজ-শুভশ্রী ভক্তদের শুভেচ্ছার জোয়ারে। বার্থ ডে বয় এখনও পড়তে শেখেনি, তবে এদিন বড়মাসি দেবশ্রী ইউভানের জন্য ইনস্টাগ্রামের দেওয়ালে খোলা চিঠি লিখলেন। তবে সেই চিঠির আসলে কিন্তু ইউভানের বাবা-মা'কে লক্ষ্য করেই লেখা। এদিন তাঁদের কাছে মিষ্টি আবদার রাখল ইউভানের বড়মাসি।
দেবশ্রী লেখেন, 'এইতো সেদিনের কথা। সেই ছোট্ট হালুম,এক মাথা ঝাঁকড়া চুল, হসপিটালে একরাশ উত্তেজনা নিয়ে বসে থাকা,এক বছর হয়ে গেল ?? জানো ইউভান, তুমি না এলে আমি জানতেই পারতাম না নিজের ভাই বোনের বাচ্চারাও এত কাছের,এতটা নিজের,এত ভালোবাসার মানুষ হতে পারে।আমি ঘন্টার পর ঘন্টা তোমার দিকে তাকিয়ে বসে থাকতে পারি।তুমি এতটাই মিষ্টি ,পৃথিবীর সবথেকে সুন্দর বাচ্চা তুমি। তোমাকে কোনদিনও কাঁদতে দেখিনি, যদি কখনো এতোটুকু কেঁদেছো ,বুকটা ফেটে গেছে ইউভান। তোমার চোখের জল সহ্য করতে পারি না আমরা।তোমার সবাইকে আপন করে নেওয়া, সবাইকে গাল ধরে ভালোবাসা, তোমার সবকিছু ,সবকিছু ,আমাদের প্রাণটা ভরিয়ে দেয়। সবাই বলে আমি তোমাকে নিয়ে এক্কেবারে অবশেসড, হব নাই বা কেনো ,তুমি যে আমার প্রাণ।
দেবশ্রী আরও লেখেন, 'খুব ভালো থাকো ইউভান , আমি জানি তুমি তোমার বাবা মায়ের মতন অনেক বড় মনের মানুষ হবে।আমাদের মুখ উজ্জ্বল করবে। এবার একটা কথা বলি কানে কানে, ইটস সিকরেট, বলছি দিদি গুলো , ঋষি দাদা , সবাই তো অনেক বড় হয়ে গেছে , তুমি তাহলে খেলবে কার সাথে ? একটা তো খেলার সঙ্গী চাই নাকি ?? সারাক্ষণ মামন দিদির সাথে খেলতে ভালো লাগে ?? মা'কে বলো এবার একটা ছোট্ট ভাই বোন এনে দিতে'।

দিদির মুখে এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গিয়েছেন শুভশ্রী। মন্তব্য বাক্সে তিনি জানান, ‘হে ভগবান! একদম নয়…’। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে মাস কয়েক আগেই কাজে ফিরেছেন শুভশ্রী। এখনই তিন থেকে চার হওয়ার কোনও পরিকল্পনা নেই তাঁর, সাফ জানিয়ে দিলেন নায়িকা।