ঋতুস্রাব নিয়ে একটি রিল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে, ক্লাসের পড়ুয়াদের পিরিয়ডস সচেতনাতার পাঠ দেওয়া হচ্ছে। আর এই পড়ুয়াদের মধ্যে ছাত্র আর ছাত্রী উভয়েই রয়েছে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে ক্লাস ভর্তি পড়ুয়াদের মধ্যে ছেলে ও মেয়ে উভয়েই রয়েছে। আর প্রত্যেককেই বোঝানো হচ্ছে মাসিকের সময় ব্যবহার হওয়া এই পন্যগুলি। ট্যাম্পন হোক বা মেনস্ট্রুয়াল প্যাড, সেগুলোর ব্যবহারও বুঝিয়ে দিচ্ছে একপ্রকার হাতে ধরে। যা নিসন্দেহে পিরিডস সচেতনাতায় এক যুগান্তকারী পদক্ষেপ।
আরও পড়ুন: চোখ গোল গোল, মুখ হাঁ! আম্বানির বিয়ের খাবার খেয়ে এ কী হল ধোনি-কন্যা জিভার
Pyari Period নামের একটি ইনস্টা অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল ভিডিয়োটি। আর ক্যাপশনে লেখা হয়েছিল, ‘কিষাণ এবং সুজল, সপ্তম শ্রেণীর ছাত্র, তাদের সহপাঠীদের দেখিয়েছিলেন, কীভাবে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করতে হয়। তাঁরা দোকানে উপলব্ধ কাপ এবং ডিসপোজেবল প্যাডের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করেছে। তারা জোর দিয়েছিল যে, প্যাকেজ করা প্যাডে প্লাস্টিক থাকে। অন্য দিকে পুনরায় ব্যবহারযোগ্য কাপ এবং কাপড়ের প্যাড পরিবেশ এবং স্বাস্থ্যের জন্য ভালো।
আরও পড়ুন: সরস্বতীর বাস শ্রেয়ার গলায়! রবিবারের আসর জমাতে এ কী গাইলেন শ্রেয়া আম্বানিদের বিয়েতে
পিরিডসের সময় স্বাস্থ্য ও সুস্থতা রক্ষার জন্য আমাদের এই অধিবেশনে, স্যানিটারি প্যাড, মেনস্ট্রুয়াল কাপ, ট্যাম্পন, পুনঃব্যবহারযোগ্য কাপড়ের প্যাড এবং আন্ডারওয়ার প্যাড-সহ বাজারে পাওয়া যাওয়া সব পণ্যগুলির সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়েছি। কিষাণ এবং সুজল প্রতিটি পণ্য তৈরিতে কী কী ব্যবহার করা হয়েছে, সেটাও ব্যাখ্যা করেছে। এবং সেগুলির যথাযথ ব্যবহার সকলকে বোঝেতে স্বেচ্ছাসেবকও হয়েছিলেন।’
আরও পড়ুন: হাত দেখিয়ে পাপারাজ্জিদের কী বলল আরাধ্যা? যদিও তৈমুর-জেহর মতো ‘বদমেজাজ’ দেখাল না
বর্তমান সময়ে অল্প বয়স থেকেই সন্তানদের মধ্যে পিরিয়ডস সচেতনাতা তৈরির উপর জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন ক্ষেত্রেই দেখা যায়, শুরুর দিকে এই বিষয় নিয়ে ধারণা না থাকায়, স্কুলে বন্ধুদের সামনে বেশ অবাঞ্ছিতকর পরিশ্থিতি তৈরি হয়। কখনও আবার ক্লাসের ছেলেরা এই নিয়ে বুলি করে মেয়েদের। এসব বন্ধ করতে দরকার সঠিক শিক্ষার। আর তা যে শুভশ্রীও বিশ্বাস করেন, তা তাঁর ইনস্টাগ্রাম স্টোরি থেকেই স্পষ্ট।
দুই সবন্তানের মা শুভশ্রী। ২০২০ সালে জন্ম হয়েছে তাঁর প্রথম সন্তান, ছেলে ইউভানের। আর ২০২৩ সালে জন্ম দেন ইয়ালিনির। বরাবরই মা হওয়ার স্বপ্ন দেখতেন। ইনস্টাগ্রাম বায়োতেও নিজের মাতৃত্বকে সগর্বে ঘোষণা করেছেন তিনি।