শুভশ্রীর ক্যামেরায় উঠে এল রাজ আর ইউভানের মিষ্টি মুহূর্ত। বাবা-ছেলের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিলেন অভিনেত্রী।
1/5টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং পরিচালক রাজ চক্রবর্তীর একমাত্র ছেলে ইউভান খুব জনপ্রিয় সোশ্যাল মিডিয়ায়। বছর আড়াইয়ের এই খুদে নেটিজেনদের নয়নের মণি। ছেলের ছোটখাটো নানা মুহূর্ত তাই নিয়মিত ভাগ করে নেন তারকা মা-বাবাও। শুভশ্রীর ইনস্টা স্টোরিতে এবার উঠে এল বাবা-ছেলের মিষ্টি মুহূর্ত।
2/5রাজের পরিচয় এখন শুধু আর পরিচালক নয়, সঙ্গে তিনি ব্যারাকপুরের বিধায়কও। তবে সেসব সরিয়ে রেখে বাড়িতে কিন্তু একেবারে মাটির মানুষ। সকাল-সকাল ছেলের সঙ্গে খেলছেন স্পাইডারম্যান সেজে। রাজ দাঁড়িয়ে কাঠের সেন্টার টেবিলে। আর সোফায় ইউভান। পিছনে চোখে পড়ছে রাজের মা-কেও।
3/5ছেলের সঙ্গে দুটো সেলফি শেয়ার করে নিয়েছেন শুভশ্রীও। মা হওয়ার সময় ছোট্ট একটা ব্রেক নিয়েছিলেন। তবে এখন ছোট আর বড় পরদায় চুটিয়ে কাজ করছেন। ওয়েব ডেবিউ করে ফেলেছেন ইন্দুবালা ভাতের হোটেল দিয়ে। সঙ্গে আবার রাজের পরিচালনায় তৈরি আবার প্রলয়ের প্রযোজকও তিনি। মাতৃত্বের সঙ্গে একাধারে পালন করছেন একাধিক দায়িত্ব।
4/5হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলেন, ‘মি জানি ইউভানের সঙ্গে আমায় কখন থাকতে হবে, কখনও কাজে যেতে হবে। আমি যখন কাজে যাই ইউভানের দেখাশোনার জন্য যাঁরা রয়েছেন, ওঁরা সামলে নেন। আর ও যেহেতু ছোট থেকেই দেখছে, এভাবেই বড় হচ্ছে, তাই আমি না থাকলেও ইউভান অ্যাডজাস্ট করে নেয়। তবে আমি বাড়ি থাকলে ও আর কিছুই চেনে না। আমার সঙ্গেই থাকতে চায়।’
5/5২০১৮-র ১১ মে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ২০২০-র ১২ সেপ্টেম্বর রাজ-শুভশ্রীর পরিবারে আসে তাঁদের আদরের প্রথম সন্তান ইউভান। আর জন্মের মুহূর্ত থেকেই ইউভানের বেড়ে ওঠার ছোট-বড় মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তাঁরা। খুদে ইউভান প্লে স্কুলের গণ্ডি পেরিয়ে সদ্য ভর্তি হয়েছে স্কুলে। কাজের ফাঁকে সময় পেলে ছেলেকে স্কুলে ছেড়ে আসতেও যান তারকা মা-বাবা।