বাংলা নিউজ > বায়োস্কোপ > Subhashree Bikini: কে বলবে ২ সন্তানের মা! জলের ধারে বিকিনিতে শুভশ্রী, সঙ্গে ইউভান-রাজ, ইয়ালিনি নামল পুলে?

Subhashree Bikini: কে বলবে ২ সন্তানের মা! জলের ধারে বিকিনিতে শুভশ্রী, সঙ্গে ইউভান-রাজ, ইয়ালিনি নামল পুলে?

রাজের সঙ্গে বিকীনিতে শুভশ্রী।

এই গরমে এখন শান্তি দিতে পারে পুল বা সমুদ্রের ধারের মিঠে হওয়া। এরকমই কোনও এক্সটিক লোকেশনে ছুটি কাটাচ্ছেন রাজ আর শুভশ্রী। সঙ্গে দেখা গেল তাঁদের শিশুপুত্র ইউভানকেও। 

ভ্যাকেশন মুডে রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভানের স্কুলে এখন গরমের ছুটি, আর সেই সুযোগেই বেরিয়ে পড়লেন ঘুরতে। গরমে পুলে ঝড় তুলল গোটা পরিবার। রাজ-শুভশ্রী আর ইউভানের ছুটি ছুটি মুডের দেখা মিললেও, নেই ইয়ালিনি।

বৃহস্পতিবারই ইনস্টাগ্রাম স্টোরিতে রাজ আর ইউভানের একটি ছবি শেয়ার করেছিলেন। বাবা-ছেলের আদুর গা, রাজের চোখে কালো ফ্রেমের সানগ্লাস। ইউভানের মুখ ভরা হাসি। আর পরে একটি ডাবের ছবি দিয়েছিলেন ইনস্টা স্টোরিতে। কিন্তু নিজেকে আড়ালেই রাখেন রাজ-ঘরণী।

আরও পড়ুন: সুন্দরী মহিলার জন্য চমক! অনন্ত-রাধিকার প্রি ওয়েডিংয়ে হয়েছিল এক বড় কাণ্ড, দেখুন ভিডিয়ো

এরপর শুক্রবার সক্কাল সক্কাল অবশেষে প্রকাশ্যে এলেন টলিউডের সুন্দরী নায়িকা। দুটি ছবি শেয়ার করলেন। প্রথমটিতে মায়ের কোলে ইভউান, আর সঙ্গে রাজ। আর দ্বিতীয় সেলফিটি তোলা হয়েছে রাজের সঙ্গে। কালো বিকিনি পরেছেন তিনি। তাঁর চোখেও কালো ফ্রেমের সানগ্লাস। সুইমিং পুলের ধারে তোলা হয়েছে ছবি দুটি। ইয়ালিনি আছে কি নেই এই ট্রিপে, তা অবশ্য জানা যায়নি। 

আরও পড়ুন: প্রথম বউ থাকতেই, হেলেনের সঙ্গে সম্পর্ক! সলমন-আরবাজকে হোস্টেলে পাঠান বাবা সেলিম

২০২৩ সালের নভেম্বর মাসে মেয়ে ইয়ালিনির জন্ম দেন শুভশ্রী। কয়েক মাসের মধ্যেই প্রেগন্যান্সির বাড়তি ওজন কমিয়ে ফেলেছেন। গায়ে তুলে নিলেন বিকিনিও। অবশ্য প্রেগন্যান্সির সময়তেও বেবিবাম্প সহ বিকিনি পরা ছবিতে ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়াতে। দ্বিতীয়বার গর্ভবতী ঘোষণা করার পরই গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। এমনকী, মাত্র কয়েকমাসের ইয়ালিনিকে নিয়ে ঘুরে এসেছিলেন পাটায়াতে। 

আরও পড়ুন: হয় মাখোমাখো রোম্যান্স! কঙ্গনার সঙ্গে ‘সংসদে দেখা হওয়া’-র অপেক্ষায় চিরাগ পাসওয়ান

কাজের জন্য এখন বড়ই ব্যস্ত শুভশ্রী আর রাজ। বাবলি মুক্তির অপেক্ষায়। বুদ্ধদেব গুহ-র উপন্যাস অবলম্বনে ছবিটি পরিচালনা করেছেন রাজ। আর তাতে নাম ভূমিকায় শুভশ্রী। সঙ্গে রয়েছেন আবির ও সোরসেনী। জুলাইতে ছবির প্রেক্ষাগৃহে আসার কথা। ভ্যাকেশন থেকে ফিরেই ছবির প্রচারে লেগে পড়বেন বলে শোনা যাচ্ছে। 

এদিকে রাজ বহুদিন পর কাজ করতে চলেছেন এসভিএফের সঙ্গেও। সেই সিনেমায় রয়েছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অহনা দত্ত, অনসূয়া মজুমদার। এই সিনেমায় দেখা মিলবে শুভশ্রীরও। সঙ্গে দেবালয় ভট্টাচার্যের পরের ছবিতেও নায়িকা হিসেবে দেখা যাবে শুভশ্রীকে। 

বিয়ে-মাতৃত্ব যে কেরিয়ারে কোনও খারাপ প্রভাব ফেলতে পারে না তা প্রমাণ করেছেন শুভশ্রী। নিসন্দেহে এক বড় মাইলস্টোন তৈরি করেছেন। ইউভান হওয়ার সময় করোনা চলায় ছিল অনেক বাধানিষেধ। তবে ইয়ালিনির সময় প্রেগন্যান্সির শেষ দিন অবধি চুটিয়ে কাজ করেছেন। জিম থেকে শ্যুটিং, ছেলেকে স্কুলে দেওয়া-নেওয়া, সব করেছেন। আর মেয়ের জন্মের মাস দেড়েকের মধ্যেই চলে গিয়েছিলেন উত্তর বঙ্গ বাবলীর কাজে। 

বায়োস্কোপ খবর

Latest News

পেট্রল পাম্পের কর্মীকে পিষে চম্পট দিল পিকআপ ভ্যান, ভয়ঙ্কর ঘটনা শান্তিপুরে পাকিস্তানের আঞ্চলিক জলসীমায় তেল–গ্যাসের সন্ধান, আর্থিক ভাগ্য বদলের সম্ভাবনা মীনের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল মকরের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল ধনুর কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল ভাইয়ের জন্য জীবন বাজি রাখতে রাজি আলিয়া! জিগরা-তে অ্যাকশন মুডে নায়িকা, দেখুন বৃশ্চিকের কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল তুলার কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল কন্যার কেমন কাটবে এই সপ্তাহ? জেনে নিন ৮ থেকে ১৪ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.