চার বছরে পা রাখল ইউভান। আর দাদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, বোনু ইয়ালিনির ছবি শেয়ার করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। কোনওরকম রাখঢাক আর নেই এবার, মুখ দেখা গেল ১০ মাসের ইয়ালিনির।
দাদা আর বোনের দুটো মিষ্টি মুহূর্ত শেয়ার করে নিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রথম ফোটোটিতে কোলের কাছে টানা ইয়ালিনিকে। মাথার উপর রেখেছেন মুখটা। ইয়ালিনির জামায় লেখা ‘দ্য কিউটেস্ট’।
এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হ্যাপি বার্থ ডে দাদা ইউভান’।
আরও পড়ুন: স্বাস্থ্য ভবনে পাহারারত মহিলা পুলিশকে প্রাণে বাঁচাল আন্দোলনে থাকা জুনিয়র ডাক্তার, মানবিকতার নজির
এই পোস্টে কোয়েল মল্লিক মন্তব্য করেছেন, ‘হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থ ডে প্রিয় ইউভান’। সুদীপ্তা চট্টোপাধ্যায় লিখলেন, ‘কী মিষ্টি… দু দুটো পুতুল’। অভিনেত্রী শ্রুতি দাস লিখলেন, ‘বাবা অবশেষে অপেক্ষার অবসান হল। হ্যাপি বার্থ ডে ইউভান। আর অনেক ভালোবাসা ইয়ালিনি তোমাকে’। লহমা ভট্টাচার্য লিখলেন, ‘দিনের শুরু করতে এর থেকেমিষ্টি ছবি হয় না… হ্যাপি বার্থ ডে ইউভান’। অভিনেত্রী শ্রীমা লিখলেন, ‘ওহ ওহ মাই… কী মিষ্টি! হ্যাপি বার্থ ডে ইউভান’। পার্নো মিত্র লিখলেন, ‘সকাল সকাল কী মিষ্টি। শুভ জন্মদিন ইউভান’।
২০২৩ সালের জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার খবর শেয়ার করেছিলেন রাজ-শুভশ্রী। এরপর নভেম্বর মাসে তাঁদের কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান। ইউভানের সঙ্গে মিলিয়েই নাম রাখেন তাঁরা ইয়ালিনি।
আরও পড়ুন: ‘এই সেই চটি-চাটা সৌরভ না’! ধর্ষণ-বিতর্ক অতীত, দাদাকে পাশে পেয়েই ‘গলে জল’ মহিলা!
কদিন আগে এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বলতে শোনা যায়, পুরোপুরি দাদার মতো দেখতে হয়েছে ইয়ালিনিকে। অভিনেত্রী সহাস্যে জবাব দিয়েছিলেন, ‘তিন বছর পর যমজ সন্তানের জন্ম দিয়েছি। ওর এখন ছবি দিলে যে কেউ ভাববে এটা ইউভানের ছোটবেলার ছবি। তাই ইয়ালিনির চুলগুলো একটু বড় হওয়ার অপেক্ষা করছি।’
আরও পড়ুন: সবাই চলে গেলেও বাবা-হারা মালাইকার অপেক্ষায় অর্জুন, গাড়িতে উঠিয়ে দিলেন প্রাক্তন বান্ধবীকে
কাজের সূত্রে, শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে বাবলি সিনেমাতে। যা ১৫ অগস্ট উপলক্ষে মুক্তি পায়। পরিচালনা করেছিলেন রাজ স্বয়ং। আর শুবশ্রীর বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায়। তবে আরজি কর নিয়ে রাজ্য উত্তাল থাকায় সেভাবে ভালো ব্যবসা করতে পারেনি ছবিটি।
পুজোতে রাজের ‘সন্তান’ মুক্তির কথা উঠেছিল। যা এসভিএফের প্রযোজনায় তৈরি। মুখ্য চরিত্রে রয়েছেন মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অহনা দে, শুবশ্রী গঙ্গোপাধ্যায়ও। তবে অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে, সে মুক্তি মুলতুবি রাখা হচ্ছে বলেই খবর।