শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী টলিউডের যে অন্যতম পাওয়ার কাপল সেটা বলার অপেক্ষা রাখে না। আর তাঁরা মাঝে মধ্যেই তাঁদের সুখী দাম্পত্য এবং সংসারের ছবি ভাগ করে নেন। কিছুদিন আগেই মেয়ে ইয়ালিনির মুখ দেখিয়েছেন তাঁরা। এবার গোটা পরিবারের ছবিই প্রকাশ্যে আনলেন একসঙ্গে।
কী পোস্ট করলেন শুভশ্রী?
শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন ৩টি ছবি পোস্ট করেন। সেখানে প্রথম ছবিতে দেখা যাচ্ছে তিনি একটি টিশার্ট পরে ইউভানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর ছেলের পরনেও টিশার্ট এবং সাদা প্যান্ট। তাঁদের পাশেই খয়েরি রঙের শার্ট পরে দাঁড়িয়ে রাজ চক্রবর্তী।
পরের ছবিতে দেখা যাচ্ছে মেয়ে ইয়ালিনিকে কোলে নিয়ে হাসছেন অভিনেত্রী। ছোট্ট ইয়ালিনির পরনে কালো টিশার্ট এবং জিন্স। মাথায় আবার চার চারটে ঝুঁটি বাঁধা! তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে ইউভান মাকে জড়িয়ে চুমু খাচ্ছে। এই ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী ইনফিনিটি সাইন দিয়েছেন।
কে কী বলছেন?
এই পোস্টে সকলেরই নজর কেড়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মুখের গ্লো। অনেকেই সেটা নিয়ে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ভাই আলাদাই গ্লো দিচ্ছে তো!' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'একদম পিকচার পারফেক্ট!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'খুব সুন্দর ফ্যমিলি ফটো।'
রাজ এবং শুভশ্রীর কাজ
রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান আসতে চলেছে শীঘ্রই। সেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও। মুখ্য ভূমিকায় থাকবেন মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী। এছাড়া শুভশ্রীকে দেবালয় ভট্টাচার্যের আলেয়াতেও দেখা যাবে। রাজ চক্রবর্তী পরিচালিত বাবলি ছবিতে শেষবার দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন আবির চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র।