বাংলা নিউজ > বায়োস্কোপ > Raj-Subhashree-Abir: ‘রাজ ছিল বলেই, আমি-আবিরদা অন্তরঙ্গ হতে পেরেছি…’, বাবলির শ্যুট নিয়ে বললেন শুভশ্রী

Raj-Subhashree-Abir: ‘রাজ ছিল বলেই, আমি-আবিরদা অন্তরঙ্গ হতে পেরেছি…’, বাবলির শ্যুট নিয়ে বললেন শুভশ্রী

বাবলির ঘনিষ্ঠ দৃশ্যের শ্যুট নিয়ে মুখ খুললেন শুভশ্রী।

বাবলি-র ট্রেলারে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও আবির চট্টোপাধ্যায়ের রসায়ন ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শককে। যারা বুদ্ধদেব গুহ-র লেখা পড়েছে, তাঁরা জানেন যে, বেশ সাহসী এই গল্প। রাজের সামনে এই শ্যুটে কি আদৌ কোনও অস্বস্তি হয়েছিল শুভশ্রীর?

১৫ অগস্ট মুক্তি পাচ্ছে বাবলি। রাজ চক্রবর্তীর ড্রিম প্রোজেক্ট। বুদ্ধদেব গুহ-র লেখনী নিয়ে উপন্যাস বানিয়েছেন রাজ। যেখানে নাম ভূমিকায় দেখা যাচ্ছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে আর অভি-র চরিত্রে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। সঙ্গে ঝুমা হিসেবে দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। 

ট্রেলারে শুভশ্রী গঙ্গোপাধ্যায় মুগ্ধ করেছে দর্শকদের। বাবলি চরিত্রটি এমনিতেই একটু গোলগাল। তাই দ্বিতীয় সন্তান ডেলিভারির ১ মাসের মধ্যে শ্যুটিং শুরু করতে হয়েছিল তাঁকে। বাবলি-র ট্রেলারে আরও একটা জিনিস মন কেড়েছে দর্শকের। তা হল শুভশ্রী আর আবিরের মিষ্টি কেমিষ্ট্রি। 

আরও পড়ুন: 'দঙ্গল ২ তৈরি করার সময় এসেছে'! অলিম্পিকে ভিনেশ ফোগটের ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাস নেটিজেনদে, বার্তা আমিরকে

বুদ্ধদেব গুহ-র লেখায় যেভাবে প্রেম ফুটে উঠেছে, তাই পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক। বেশ কিছু সাহসী দৃশ্যও যে রয়েছে, তা ট্রেলারই প্রমাণ। পরিচালক স্বামীর সামনে দাঁড়িয়ে, আবিরের সঙ্গে দৃশ্যে শ্যুট করা কি কঠিন ছিল?

‘আমাকে এই কনফিডেন্সটা পুরোপুরি দিয়েছে আমার পরিচালক রাজ চক্রবর্তী। হয়তো ও না থাকলে, আমি এই আত্মবিশ্বাসটা পেতাম না। ও ছিল বলেই, আমি আর আবিরদা এত কমফোর্টেবল হতে পেরেছি। যে অন্তরঙ্গতার কথা তুমি বলছ, সেটা আমাদের দুজনের মধ্যে থেকে ওর জন্যই অরগ্যানিকালি বেরিয়েছে।’, টলি টাইমকে বলেন শুভশ্রী। 

আরও পড়ুন: ‘হিন্দু হত্যা’ বাংলাদেশে! ‘মোমবাত্তিওয়ালা বুদ্ধিজীবী’ কৌশিক-অপর্ণা-সৃজিতরা চুপ কেন, উঠছে প্রশ্ন

শুভশ্রী এর আগেই জানিয়েছিলেন, অনেকদিন ধরেই তাঁদের বাবলি বানানোর পরিকল্পনা চলছে। প্রথম সন্তান ইউভানের জন্মের পর এই ছবির কাজ করার কথা ছিল। তবে করোনা, লকডাউনের কারণে সেই সময় ধর্মযুদ্ধ, হাবজি গাবজি-র কাজ পিছিয়ে যায়। ফলে বাবলি শুরু করা যায়নি। এরপর ইয়ালিনি গর্ভে থাকার সময়ই প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দেন। বাবলি দেখতে কেমন হবে, কীভাবে কথা বলবে, কীভাবে হাঁটবে, সব প্রস্তুতি সাড়া হয়ে গিয়েছিল। 

আরও পড়ুন: পিটিয়ে হত্যা, পাশাপাশি কবরে শায়িত সেলিম-শান্তর মরদেহ! রটে অভিনেতার মায়ের হৃদরোগের ভুয়ো খবর

তবে বাদ সাধে যখন ইয়ালিনির জন্মের পর ওজন কমে যেতে থাকে শুবশ্রীর। রাজ জানিয়ে দেন, ওজন কমলে বাবলি হওয়া সম্ভব হবে না। সেই সময় বেশি করে খাবার খেয়ে প্রায় ৫ কেজি ওজন বাড়ান। এরপর অবশ্য সিনেমার শেষ পর্যায়ের জন্য আবার খানিকটা ওজন কমিয়েছিলেন, করতে হয়েছিল হালকা ডায়েটও। 

১৫ অগস্ট বাংলায় আরও একটা সিনেমা মুক্তি পাচ্ছে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আসছে মৃণাল সেনের বায়োপিক পদাতিক। যাতে মুখ্য চরিত্রে রয়েছেন চঞ্চল চৌধুরী, গীতা সেন, কোরক সামন্ত।

বায়োস্কোপ খবর

Latest News

আরজি করের আবেগকে অস্ত্র করে ছবির প্রচারের অভিযোগ কুণালের, বদলালো টেক্কার পোস্টার ‘গতি ভালো লাগে আমার,’ বন্দে ভারতে একমাত্র নারী মোটরম্যান ঋত্বিকা ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল!'এক পা এগিয়ে, চার পা পিছোন মমতা'-শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.