মহিলাদের গহনা-প্রীতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই! বহু কবি-সাহিত্যিক-গীতিকারের রচনাতেও এর উল্লেখ রয়েছে। তবে একজন মায়ের কাছে ঠিক কেমন গয়না প্রিয় হতে পারে, তা খোলসা করলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নিশ্চয়ই ভাবছেন, কী সেটা!
বেশ কিছু বছর আগে এক টক শো-তে শুভশ্রী জানিয়েছিলেন তাঁর ছোটবেলা থেকে শখ, ‘মা’ হতে চান। ততদিনে প্রতিষ্ঠিত নাম টলিউডের। যেখানে নায়িকারা শরীর বা ইমেজ খারাপের ভয়ে বিয়ে-সন্তান থেকে দূরে পালান, সেই সময়ে দাঁড়িয়ে সদ্য ২৫ পেরনো মেয়েটির মুখের এমন কথা, অনেককে অবাক করেছিল। তবে তাতে যে একফোঁটা আতিশয্য নেই, তার প্রমাণ দিয়েছেন বারবার। তাঁর ইনস্টাগ্রাম স্টোরির বায়োতেও লেখা থাকে ‘প্রাউড মম’।
আরও পড়ুন: ‘চান্দ মেরা দিল’…! আদরে মাখামাখি লক্ষ্য-অনন্যা, করণই জুড়ে দিল নতুন প্রেম কাহিনি
শুভশ্রী একটি কোটেশন শেয়ার করে নিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে। যেখানে লেখা, ‘তোমার গলার চারপাশে থাকা সবচেয়ে দামি গয়না হতে পারে তোমার সন্তানের সন্তানের হাতদুটি’। সত্যিই তো, এক মায়ের কাছে সন্তানের জড়িয়ে ধরার থেকে পরম শান্তি আর কীসেই বা আসে!
আরও পড়ুন: এ তো পুরো হৃতিক! সুজনের পাশে ২ ছেলে, রীতিমতো চোখ কপালে উঠল নেটিজেনদের
২০১৮ সালে বিয়ে করেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর রাজ চক্রবর্তী। এরপর ২০২০ সালের সেপ্টেম্বর মাসেই দম্পতির কোল আলো করে আসে তাঁদের প্রথম সন্তান ইউভান। ২০২৩ সালের জুলাইতে রাজশ্রী জুটি জানান, আসছে দ্বিতীয় সন্তান। তারপর নভেম্বরে ইউভানের বোন আসে। ছেলের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম ইয়ালিনি রাখেন তাঁরা।
আরও পড়ুন: কাওকে বলা হয় ‘হাতি’, তো কেউ পাননি কাজ! ইন্দ্রাণীর মতো কারা ওজন নিয়ে হন ট্রোল
কাজের সূত্রে, শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে বাবলিতে। মেয়ে ইয়ালিনির জন্মের মাসখানেকের মধ্যে এই ছবির শ্যুট করেছিলেন তিনি। যদিও আরজি কর আবহে মুক্তি পাওয়ায় বেশ ক্ষতিগ্রস্থ হয় ছবির ব্যবসা। এরপর তাঁকে দেখা যাবে সন্তান সিনেমায়। এটির পরিচালক রাজ। আইনজীবীর চরিত্রে রয়েছেন তিনি। এই সিনেমায় আরও আছেন মিঠুন ও ঋত্বিক চক্রবর্তী। ছেলের বিরুদ্ধে বাবার আইনি লড়াই নিয়েই গল্প। বৃদ্ধ মা-বাবাকে দেখে না ছেলে, আদালতের দ্বারস্থ বাবা। সেই অসহায় বাবা অর্থাৎ মিঠুনের হয়ে কেস লড়বে শুভশ্রীর চরিত্র। ইতিমধ্যেই বেশ প্রশংসিত ছবির ট্রেলার।