গত ১২ই সেপ্টেম্বর পাঁচে পা দিল রাজ-পুত্র ইউভান। ছেলের জন্মদিনেই বড় চমক দিয়েছেন শুভশ্রী। মেয়ের মুখ প্রথমবার প্রকাশ্যে আনেন নায়িকা। শুভশ্রী আগেই জানিয়ে ছিলেন মেয়েকে নায়িক অবিকল ইউভানের মতোই দেখতে। বৃহস্পতিবার প্রথমবার মেয়ে কোলে সামনে এলেন নায়িকা। এর আগে শুভশ্রী মেয়ের সঙ্গে ছবি পোস্ট করলেও কোনওটাতেই ইয়ালিনির মুখ দেখা যায়নি।
এদিন মা-মেয়ে জুটিকে একসঙ্গে দেখে দারুণ খুশি অনুরাগীরা। লাইক-কমেন্টে ভরে দিয়েছে শুভশ্রীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল। কালো এক কাঁধ খোলা গাউনে শুভশ্রী। মায়ের সঙ্গে রঙ মিলিয়ে সেজেছে ইয়ালিনিও। তাঁর ঝাঁকড়া চুল আর মিষ্টি হাসিতেই ফিদা সক্কলে। ছবির ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, ‘আমার বেবি গার্ল’। সঙ্গে একটি পরীর ইমোজি জুড়ে দেন নায়িকা।
এর আগে শুভশ্রীকে বলতে শোনা গিয়েছিল, ইয়ালিনি নাকি দাদা ইউভানের কার্বন কপি। ভাই-বোনকে একইরকম দেখতে। অভিনেত্রী তো বলেছিলে,'আমি তিন বছরের ব্যবধানে যমজ বাচ্চার জন্ম দিয়েছি'। যদিও ইয়ালিনিকে দেখে একটু ভিন্ন মত নেটিজেনদের। এদিন ছবির কমেন্ট বক্সে অভিনেত্রী শ্রুতি দাস লেখেন, ‘রাজদার ফিমেল ভার্সন, মিষ্টি বাচ্চা আর মিষ্টি বাচ্চার মিষ্টি মা’।
গায়িকা জুন বন্দ্যোপাধ্যায়ও লেখেন, ‘পুরো রাজদার মুখ বসানো’। ওদিকে অভিনেত্রী পার্নো মিত্র লেখেন, ‘এটাকে আমার চাই। সুইগি জিনি করে এক্ষুণি পাঠিয়ে দে’। জবাবে শুভশ্রী লেখেন ‘হ্যাঁ, নিয়ে যা’। সৌমিতৃষা কুণ্ডু, মৌনি রায়, ঋতাভরী চক্রবর্তী, মানামি ঘোষরা ভালোবাসা জানিয়েছেন পুচকি রাজ-কন্যাকে। ইয়ালিনির বয়স সবে ১০ মাস। আগামি নভেম্বরে এক বছর পূর্ণ করবে সে।
জন্মের পরই ছেলের মুখ দেখালেও ইয়ালিনিকে প্রকাশ্যে আনতে রাজশ্রী সময় নিয়েছেন ১০ মাস। মেয়ের জন্মের পর বেশ মুটিয়ে গিয়েছিলেন শুভশ্রী। বাবলির শ্যুটিং-এর জন্য সেই মেদ ধরেও রাখতে হয়েছিল তাঁকে। তবে এখন নিয়মিত জিম আর ডায়েট করে বাড়তি মেদ ঝরিয়ে ফেলেছেন নায়িকা।
২০২০-তে করোনা অতিমারির সময়ে প্রেগন্যান্সির কথা জানিয়েছিলেন শুভশ্রী। ওই বছরই ১২ সেপ্টেম্বর তাঁদের কোলে আসে প্রথম সন্তান ইউভান। ছেলের বয়স তিন পূর্ণ হতে না হতেই ফের মা হয়েছিলেন নায়িকা। ছেলে-মেয়েকে নিয়ে এখন ভরা সংসার রাজ-শুভশ্রীর।
বক্স অফিসে শুভশ্রীর শেষ রিলিজ ছিল বাবলি। গত অগস্টেই মুক্তি পেয়েছে এই ছবি। আরজি কর আবহে বক্স অফিসে খুব ভালো ব্যবসা করতে পারেনি রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি।