একদিকে আকাশের মুখ ভার, অন্য দিকে আবার আরজি কর নিয়ে উত্তাল বাংলা। তারই মাঝে একঝলক বাতাসের মতো স্নিগ্ধ পোস্ট এল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ইনস্টাগ্রাম স্টোরিতে। ইউভান আর ইয়ালিনির সঙ্গে রাজের ‘সানডে ফানডে’র ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
শুভশ্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে সোফায় বসে রাজ। গায়ে পরে আছেন সাদা রঙের টিশার্ট। আর ঘাড়ের উপর বসে ইউভান। কোলের কাছে মেয়েকে রেখেছেন পরিচালক। ইয়ালিনিকে বসিয়েছেন সামনের সেন্টার টেবিলে। রাজ-শুভশ্রী দুজনেই কাজের ফাঁকে যেটুকু সময় পান, তা পরিবারের সঙ্গে কাটাতেই বেশি পছন্দ করেন।
দেখুন শুভশ্রীর ইনস্টাগ্রাম স্টোরি-
কদিন আগেই ছিল ইউভানের চার বছরের জন্মদিন। আর সেদিন দাদাকে শুভেচ্ছা জানালে সোশ্যাল মিডিয়ায় এসেছিল ছোট্ট বোন। মানে, প্রথমবার মেয়ের ছবি সামনে আনেন শুভশ্রী-রাজ। ২০২৩ সালের নভেম্বরে জন্ম ইয়ালিনির। এতদিন টুটাক ছবি দেখালেও, মুখ দেখালেন এই প্রথমবার।
রাজ ও শুভশ্রী ২০১৮ সালে বিয়ে করেন ধুমধাম করে বাওয়ালির রাজবাড়িতে। এরপর ২০২০ সালে জন্ম হয় প্রথম সন্তান ইউভানের। ‘সন্দেশ টিভি’ ইউটিউব চ্যানেলের পডকাস্ট শো-তে পিতৃত্ব নিয়ে রাজকে বলতে শোনা গিয়েছিল, ‘যেদিন আমি বাবা হলাম, এখন আমি যদিও দুই সন্তানের বাবা, আমার জীবনটা সত্যি বদলে গেছে। বদলে গেছি। আমি এমনিতেই খুব আবেগপ্রবণ। এখন আরও হয়ে গেছি। আমার ফোকাসটা খুব পরিষ্কার হয়ে গেছে। আগে অনেক মানুষকে প্রয়োজন হত। অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চাইতাম। এখন আর সেসব মনে হয় দরকার নেই। কাজ আর পরিবারই সব। আমি বোঝাতে পারব না। দ্বিতীয়বার বাবা হওয়ার পর তো মনে হচ্ছে আর কিচ্ছু চাই না। শুধু পরিবারকে খুশি রাখতে চাই।’
আর ইউানের ইনস্টাগ্রাম বায়ো-ই বলে দেয় মাতৃত্ব তাঁকে পূর্ণতা দিয়েছে। যেখানে তিনি নিজেকে অভিনেত্রীর পাশাপাশি, নিজেকে বর্ণনা করেছেন মা ও স্ত্রী হিসেবে। কাজের জন্য বাইরে থাকতে না হলে, ছেলে-মেয়ের কাজ নিজে হাতে করতে পছন্দ করেন। তা সে খাওয়ানো হোক বা ঘুম পাড়ানো অথবা ওদের সঙ্গে খেলা করা। কাজের সূত্রে, রাজের পরিচালনাতেই শুভশ্রীকে শেষ দেখা গিয়েছে বাবলি ছবিতে। যা ১৫ অগস্ট উপলক্ষে এসেছিল হলে।