গত নভেম্বরেই দ্বিতীয় সন্তনের জন্ম দিয়েছেন শুভশ্রী। তবে মাস কয়েকের মধ্যেই বেবি ফ্যাট ঝরিয়ে আগের মতোই ছিপছিপে রাজ ঘরণী। শত ব্যস্ততার মধ্য়েও সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভোলেন না শুভশ্রী। পুজোর আবহে ইউভানের সঙ্গে পুলের পারে সময় কাটাতে দেখা গেল ‘বাবলি’ নায়িকাকে। কালো মনোকিনিতে সুপারহট অবতারে শুভশ্রী। আরও পড়ুন-আনন্দীর আগমনে চাপে গীতা! পুজোর আবহে কথার বাজিমাত, কমল ফুলকি-পর্ণার নম্বর
পুলের নীল জলে পা ডুবিয়ে রয়েছেন নায়িকা। চোখে কালো রোদ চশমা। ওদিকে ছেলে ব্যস্ত দুষ্টুমিতে। মায়ের গায়ে জল ছুঁড়ছে ইউভান। মা-ছেলের এই ক্যানডিড মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেন নায়িকা। ছবিতে নীল-কালো সুইমস্যুটে পাওয়া গেল রাজ পুত্রকে। কোনও পাঁচতারা হোটেলের সুইমিং পুলের দৃশ্য এটি। ছবির জন্য কোনও ক্য়াপশন ব্যবহার করেননি শুভশ্রী, শুধু কয়েকটা ইমোজি জুড়ে দিয়েছেন।
এই পোস্টের কমেন্ট বক্সে অনেকেই জানতে চেয়েছেন রাজ এবং ইয়ালিনি কোথায়, কেউ আবার প্রশ্ন করেছেন নায়িকা কি কোথাউ ঘুরতে গেছেন? এর আগে বহুবার ছেলের সামনে বিকিনি পরায় ট্রোলের মুখে পড়েছেন শুভশ্রী। প্রশ্ন উঠেছে তাঁর পেরেন্টিং স্টাইল নিয়েও, কিন্তু পাত্তা দেননি নায়িকা।
আরও পড়ুন-দেবকে দেখে ‘চোখে জল’ শুভশ্রীর! প্রেমের ‘সিলসিলা’ নিয়ে প্রশ্ন কুণালের, কী জবাব দিলেন নায়ক?
স্নানপোশাক নিয়ে কোনওদিনই ছুৎমার্গ নেই শুভশ্রীর। প্রেগন্যান্সির সময়তেও বেবিবাম্প সহ বিকিনি পরা ছবিতে ঝড় তুলেছিলেন সোশ্যাল মিডিয়ায়। গত মাসে ইউভানের জন্মদিনে মেয়ে ইয়ালিনির মুখ প্রকাশ্যে আনেন শুভশ্রী। দাদার মতোই দেখতে হয়েছে রাজ-কন্যাকে। শুভশ্রী আগেই বলেছিলেন, ‘আমি তিন বছরের ব্যবধানে যমজ সন্তান জন্ম দিয়েছি’।
কেরিয়ার আর মাতৃত্ব দুটোই ব্যালেন্স করতে যানেন শুভশ্রী। ইউভান হওয়ার সময় করোনা চলায় ছিল অনেক বাধানিষেধ। তবে ইয়ালিনির সময় প্রেগন্যান্সির শেষ দিন অবধি চুটিয়ে কাজ করেছেন। জিম থেকে শ্যুটিং, ছেলেকে স্কুলে দেওয়া-নেওয়া, সব করেছেন। ইয়ালিনির জন্মের মাস দেড়েকের মধ্যে বাবলি ছবির শ্যুটিং শুরু করেন শুভশ্রী। গত অগস্টেই মুক্তি পেয়েছিল রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবি। তবে আরজি কর আবহে বক্স অফিসে খুব ভালো ফল করেনি বাবলি।
শুভশ্রী এখনও নতুন কোনও ছবির কাজে হাত দেননি। চলতি বছর মহালয়ায় জি বাংলায় মহিষাসুরমর্দিনীর ভূমিকায় দেখা মিলেছিল শুভশ্রীর। ওদিকে হালে রাজ চক্রবর্তীর ফেসবুক পেজ হ্যাকড হয়েছিল। তা ইতিমধ্যেই ফিরে পেয়েছেন তারকা বিধায়ক। পেজ ফিরে পেতেই স্ত্রী-পুত্র ও কন্যার সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করেছেন রাজ।