টলিউডের জনপ্রিয় জুটি হলেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তাঁদের সফল দাম্পত্য অনুপ্রেরণা দেয় অন্য তারকা থেকে অনুগামীদের। ২০১৮ সালে বসেছিলেন বিয়ের পিঁড়িতে। ২০২০ সালে কোল আলো করে আসে প্রথম সন্তান ইউভান। আর তার ঠিক ৩ বছর পর ২০২৩ সালে মেয়ে ইয়ালিনি আসে রাজ-শুভশ্রীর কাছে।
পরিবারের দায়িত্ব, কাজের চাপ থাকলেও, একে-অপরের সঙ্গে সময় কাটাতে ভোলেন না একেবারেও তাঁরা। এদিন সকালে ইনস্টা স্টোরিতে একটি সেলফি শেয়ার করে নিলেন অভিনেত্রী। যা তোলা ব্যাডমিন্টন কোর্টে। সঙ্গে রাজ। দুজনেই পরে আছেন সাদা পোশাক। ওজন ঝরানোর এর থেকে ভালো এক্সারসাইজ আর কী বা হতে পারে।
ছবিতে দেখা গেল শুভশ্রীকে একেবারেই মেকআপ হীন চেহারায়। তবে রাজ নজর কাড়লেন বউয়ের থেকে বেশি। দাঁড়ি-গোঁফ কামানো রাজের। চোখে কালো ফ্রেমের চশমা। দেখুন সেই ছবি-

কদিন আগেই শুভশ্রী জানান, দ্বিতীয় প্রেগন্যান্সিতে খুব একটা ওজন বাড়েনি তাঁর। তবে বাবলি-তে অভিনয়ের জন্য তাঁকে বেশ একটু ওজন বাড়াতে হয় ডেলিভারির পরে। চরিত্রের প্রয়োজনে যেটুকু ওজন বাড়িয়েছিলেন, তা ঝরিয়ে ফেলতে বদ্ধপরিকর রাজ-পত্নী।
আরও পড়ুন: ‘রণবীরই সন্তানের বাবা তো?’, দীপিকার বেবি বাম্পকে বলা হল ‘ভুয়ো’, নেটপাড়ায় শুরু হৈচৈ
শুভশ্রীর হাতে এখন পরপর কাজ। বহুদিন পর এসভিএফের প্রযোজনায় কাজ করতে চলেছেন রাজ। সেই ছবিতে মুখ্য চরিত্রে আছেন মিঠুন চক্রবর্তী। আর সেখানেই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। এছাড়াও সেই সিনেমায় আরও আছেন ঋত্বিক চক্রবর্তী, অহনা দত্তরা। পাশাপাশি দেবালয় ট্টাচার্যের ভূতের ছবিতেও দেখা যাবে তাঁকে।
আরও পড়ুন: ‘সব অজুহাত মিথ্যে…’, আদৃতের সঙ্গে ভিডিয়ো শেয়ার, স্মৃতিচারণে কেন মজলেন সৌমিতৃষা
তবে নেটনাগরিকরা শুভশ্রীর সিনেমা ছাড়াও, আরও একটি বিশেষ জিনিসের অপেক্ষায় রয়েছে। আর তা হল ইয়ালিনি-র ছবি। ইউভানের বয়স যখন কয়েক ঘণ্টা, তখনই তার ছবি সোশ্যালে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। তবে মেয়ের ক্ষেত্রে তেমনটা হয়নি। মেয়ের বয়স ৬ মাস পেরলেও, এখনও তাঁর মুখ দেখা যায়নি। কখনও পিছন থেকে ইয়ালিনির ঝুঁটি, কখনও দুটো ছোট্ট ছোট্ট পা, কখনও আবার হাতের আঙুল, এভাবেই সকলের আগ্রহ ক্রমশ বাড়িয়ে চলেছেন।